Hyderabad News: হায়দরাবাদে এবার রবিনসন স্ট্রিটের ছায়া! মৃত ছেলের পাশেই…

Hyderabad News: হায়দরাবাদে এবার রবিনসন স্ট্রিটের ছায়া! মৃত ছেলের পাশেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিনসন কাণ্ডের ছায়া এবার হায়দরাবাদে। ২০১৫ সালে কলকাতার রবিনসন স্ট্রিটের বাড়ি থেকে দিদি দেবযানী দে-র দেহ আগলে ছিলেন পার্থ দে। ঠিক একই ভাবে দুই দৃষ্টিহীন প্রবীণ বাবা-মা আগলে রাখলেন তাদের ৩০ বছরের সন্তানকে। টানা চারদিন ধরে সেই বৃদ্ধ বাবা-মা এই কাজ করেন। কিন্তু তাঁরা বুঝতেই পারেননি যে তাঁদের ছেলে মারা গিয়েছেন। মৃত ওই ব্যক্তির নাম কে প্রমোদ।

এমনই নজিরবিহীন ঘটনা ঘটল হায়দরাবাদের ব্লাইন্ড কলোনিতে। পুলিস সূত্রে জানা যায়, চারদিনের মাথায় বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। প্রতিবেশীদের সন্দেহ হওয়াই পুলিসে খবর দেই তারা। দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিস দেখতে পায় বছর ৬০’র কে রামানা এবং বছর ৬৫’র শান্তা কুমারী দুজনেই অর্ধ জাগ্রত অবস্থায় শুয়ে আছেন। এরপর তাদের খাবার-জল দেওয়া হয়।

পুলিসের পক্ষ থেকে জানান হয়েছে, ‘তাদের ছেলে চারদিন আগে মারা গিয়েছে। তবে কেউ বিষয়টি কিছুই বুঝতে পারেননি।’ পাশাপাশি পুলিস আরও জানায়, ‘প্রমোদ শেষ চারদিন আগেই তার বাবা-মাকে খাবার দিয়েছিল। তারপর ঘুমের মধ্যেই হয়ত ছেলের মৃত্যু হয়।’ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(Feed Source: zeenews.com)