নিপুণ শিল্পকর্মের দক্ষতায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ইসমালপুরের শিল্পী সন্দীপ গুঁইয়ের।
রেশম দিয়ে তৈরি কালী মূর্তি
মুর্শিদাবাদ: কখনও রেশম সুতোর দুর্গা, আবার কখনও নারকেল ছোবড়া দিয়ে দুর্গা প্রতিমা। এবারের বিশেষ চমক রেশমের সুতো দিয়ে তৈরি মা কালীর প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন। এমনই নিপুণ শিল্পকর্মের দক্ষতায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ইসমালপুরের শিল্পী সন্দীপ গুঁইয়ের। স্বাভাবিকভাবেই খুশির হাওয়ার সন্দীপ গুঁইয়ের পরিবারে।
জানা গিয়েছে, ছবি আঁকার পাশাপাশি নিজের হাতের নিপুণ দক্ষতায় নানাশিল্পকর্ম ফুটিয়ে তোলা নেশা মুর্শিদাবাদে ইসলামপুর থানার চক ইসলামপুরের বাসিন্দা সন্দীপ গুঁইয়ের। কখনও রেশম সুতোর দুর্গা, আবার কখনও নারকেল ছোবড়া দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিয়েছেন তিনি। তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এবারের বিশেষ চমক রেশমের সুতো দিয়ে তৈরি কালী প্রতিমা।
মুর্শিদাবাদ জেলার রেশম শিল্প শুধুমাত্র শাড়িতেই সীমাবদ্ধ। এই চিন্তাধারা থেকে বেড়িয়ে এসে এই রেশম শিল্পকে একটা অন্য মাত্রা দিতে এবং রেশম শিল্পকে প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলতেই এই সমস্ত প্রতিমা তৈরি করেছেন বলে জানান শিল্পী সন্দীপ গুঁই।
কৌশিক অধিকারী