EB vs NSC LIVE: যে দল বসুন্ধরাকে ধ্বংস করেছিল, সেটা নিয়েই নামছে ইস্টবেঙ্গল

EB vs NSC LIVE: যে দল বসুন্ধরাকে ধ্বংস করেছিল, সেটা নিয়েই নামছে ইস্টবেঙ্গল

East Bengal vs Nejmeh SC Live Updates: ইতিহাস গড়তে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেজমে এসসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। আজ জিতলেই প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে লাল-হলুদ ব্রিগেড। ড্র করলে বা হারলেও সেই সুযোগটা থাকবে। কিন্তু বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে যে আত্মবিশ্বাস পেয়েছে ইস্টবেঙ্গল, তাতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না অস্কার ব্রুঁজোরা। আর সেই অতি গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল বনাম নেজমে এসসির ম্যাচের লাইভ স্কোর এবং টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

01 Nov 2024, 03:06:53 PM IST

East Bengal vs Nejmeh SC Live Updates: নেজমে এসসির প্রথম একাদশে কারা কারা আছেন?

নেজমে এসসির প্রথম একাদশ: আলি সাবেহ (গোলকিপার), আলি আলরিদা ইসমাইল, হুসেন মনজের, মেহগি জেইন, বাবা আবদুলাই মুসাহ, মহম্মদ সাফওয়ান, কাসেল এল জেইন (অধিনায়ক), ওয়াবেনা ডার্কো, হাসান কৌরানি, রাবিহ আতায়া এবং কলিন্স ওপারে।

01 Nov 2024, 02:56:17 PM IST

East Bengal vs Nejmeh SC Live Updates: আজ জিতলেই কোয়ার্টারে ইস্টবেঙ্গল

আজ যদি ইস্টবেঙ্গল জিতে যায়, তাহলে কোনও কারও দিকে তাকিয়ে থাকতে হবে না। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। ২০২৫ সালের ৫ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে কোয়ার্টার ফাইনাল চলবে।

01 Nov 2024, 02:46:19 PM IST

East Bengal vs Nejmeh LIVE: যে দল বসুন্ধরাকে ধ্বংস করেছিল, সেটা নিয়েই নামছে ইস্টবেঙ্গল

নেজমে এসসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মাদিহ তালাল, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, নন্দকুমার শেখর, প্রভসুখন গিল (গোলকিপার), হিজাজি মাহের, সাউল ক্রেসপো (অধিনায়ক), সৌভিক চক্রবর্তী, মহেশ নাওরেম, হেক্টর ইউস্তে। যে প্রথম একাদশ নিয়ে বসুন্ধরা কিংসকে ধ্বংস করেছিল ইস্টবেঙ্গল, সেই দলই পরিবর্তিত রাখা হল।

01 Nov 2024, 02:46:19 PM IST

East Bengal vs Nejmeh LIVE: জিতলেই ইতিহাস, নয়া স্বপ্ন নিয়ে AFC-তে ইস্টবেঙ্গল

East Bengal vs Nejmeh SC Live Updates: ইতিহাস গড়তে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেজমে এসসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। আজ জিতলেই প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে লাল-হলুদ ব্রিগেড। ড্র করলে বা হারলেও সেই সুযোগটা থাকবে। কিন্তু বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে যে আত্মবিশ্বাস পেয়েছে ইস্টবেঙ্গল, তাতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না অস্কার ব্রুঁজোরা। আর সেই অতি গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল বনাম নেজমে এসসির ম্যাচের লাইভ স্কোর এবং টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।