চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে জনজোয়ার, ‘মিথ্যা মামলা’ তুলতে আল্টিমেটাম!

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে জনজোয়ার, ‘মিথ্যা মামলা’ তুলতে আল্টিমেটাম!

মোট আট দফা দাবি সামনে রেখে শুক্রবার চট্টগ্রামে সমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশের ‘সনাতন জাগরণ মঞ্চ’। প্রাথমিকভাবে পুলিশের বাধার মুখে পড়লেও বিপুল জন সমাগমের জেরে শেষমেশ সেই সমাবেশ সফলভাবেই পালন করলেন মঞ্চের সদস্য ও সমর্থকরা।

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এদিনের এই কর্মসূচিতে হাজার-হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ের সমাবেশস্থল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের উদ্দেশে সহযোগিতার বার্তা দেওয়া হলেও, আয়োজকরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের আট দফা দাবি প্রশাসনকে মানতেই হবে।

এর পাশাপাশি, মঞ্চের মুখপাত্র-সহ মোট ১৯ জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেও বিক্ষোভকারীদের তরফে দাবি করা হয়।

তাঁদের বক্তব্য, মিথ্যা অভিযোগে জড়িয়ে সংশ্লিষ্ট ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে সেই মামলা প্রত্যাহার না করা হলে, ওই দিন থেকে সারা দেশে মঞ্চের পক্ষ থেকে বৃহত্তর ও তীব্রতর আন্দোলন শুরু করা হবে।

তার আগে আগামী রবিবার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টাকে ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপিও দেওয়া হবে বলে জানিয়েছেন মঞ্চের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।

উল্লেখ্য, গত প্রায় দু’মাস ধরে সনাতন জাগরণ মঞ্চ আট দফা দাবিতে আন্দোলন করে আসছে। সেই কর্মসূচির আওতায় গত ২৫ অক্টোবর স্থানীয় লালদিঘির মাঠে এক সমাবেশ করা হয়।

অভিযোগ, সেই কর্মসূচি থেকে ফেরার পথে নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননা করেন মঞ্চের সংশ্লিষ্ট ১৯ জন সদস্য। এই দাবিতেই গত বুধবার মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করেন স্থানীয় বিএনপি নেতা মহম্মদ ফিরোজ খান।

অন্যদিকে, সনাতন জাগরণ মঞ্চের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বুধবার ওই মামলা রুজু হওয়ার পর মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। সেইসঙ্গে, শুক্রবার (১ নভেম্বর, ২০২৪) ৬৪টি জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

এদিকে, প্রশাসনের তরফে চেরাগীতে সভা, সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলত, শুক্রবার প্রাথমিকভাবে পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। কিন্তু, পরবর্তীতে বিপুল সংখ্যায় জমায়েত হতেই তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করেন।

এদিন, চেরাগী পাহাড় মোড় ছাড়াও জামালখান, আন্দরকিল্লা মোড়, বৌদ্ধ মন্দির, আসকার দিঘির পাড়-সহ নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেন সনাতন জাগরণ মঞ্চের সদস্য ও সমর্থকরা।

(Feed Source: hindustantimes.com)