কলকাতা: পর্বতারোহণের মরশুম চলে এসেছে। অভিযানে বেরিয়ে পড়ছেন পর্বতারোহীরা। পিছিয়ে নেই বাংলার পর্বতারোহীরাও। কলকাতার পাহাড়প্রেমীরাও অভিযানে বেরিয়ে পড়ছেন। নতুন নতুন শৃঙ্গজয়ের লক্ষ্য নিয়ে। কলকাতার সূর্য চৌধুরী (Bengal climbers Surjo Chowdhury) ৬৮১২ মিটার উচ্চতার মাউন্ট আমা ডাবলাম (Ama Dablam) জয় করলেন বঙ্গ পর্বতারোহী। যে শৃঙ্গকে হিমালয়ের ম্যাটারহর্ন বলা হয়।
কী এই ম্যাটারহর্ন? আল্পস পর্বতমালার কুখ্যাত এক শৃঙ্গ। খাড়াই আর দুর্গম। যে কারণে এই শৃঙ্গকে এড়িয়ে চলেন অনেক পর্বতারোহী। আমা ডাবলামও অনেকটা সেরকমই। খাড়াই। বিপদসঙ্কুল।
পাশাপাশি ৬৪ বছর বয়সী বিখ্যাত বাঙালি পর্বতারোহী বসন্ত সিংহ রায় একটি দলের নেতৃত্ব দিয়ে মাউন্ট গোরি চেন জয় করেছেন। উত্তর পূর্ব ভারতে যা হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। দুই সাফল্যই এসেছে গত ২১ অক্টোবর।
প্রথম ভারতীয় সিভিলিয়ান হিসেবে অরুণাচল প্রদেশের ৬ হাজার ৫৩০ মিটার উচ্চতার গোরি চেন পর্বতশৃঙ্গ জয় করেছেন কৃষ্ণনগরের পর্বতারোহী বসন্ত সিংহ রায়। তিনি নেতৃত্ব দেন মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের ৪ অভিযাত্রীকেও। তাঁর দলে ছিলেন রুম্পা দাস, প্রশান্ত সিংহ, সুব্রত ঘোষ ও পার্থসারথি লায়েক।
বসন্ত সিংহ রায় জানিয়েছেন, ১০ অক্টোবর তাঁরা মগো গ্রামে পৌঁছেছিলেন। তারপর ২১ অক্টোবর সকাল ৬টা ২৫ মিনিটে গোরি চেন পর্বতশৃঙ্গ জয় করেন তাঁরা। কলকাতায় যখন দুর্গাপুজোর আমেজ, ব্যক্তিগত উদ্যোদে তখন বসন্ত, রুম্পা, প্রশান্ত, সুব্রত, পার্থরা রোমাঞ্চকর অভিযানে। দলের অন্যতম সদস্য রুম্পা বলেছেন, অভিযান শুরু হলেই আলাদা এক রোমাঞ্চ অনুভব করেন তাঁরা। সামিটের ঠিক আগে ৫০ মিটার খাড়াই একটি অংশ রয়েছে। সেটা নিয়ে বেশ উদ্বেগে ছিলেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত সফল হয়েছেন।
(Feed Source: abplive.com)