রামধনু রং হলেই কোপ, বাজেয়াপ্ত পেনসিল বক্সও, কিন্ত কেন?

রামধনু রং হলেই কোপ, বাজেয়াপ্ত পেনসিল বক্সও, কিন্ত কেন?

নয়াদিল্লি: সাতরঙা হলেই কোপ। খেলনা হোক বা যে কোনও জিনিস কিংবা জামাকাপড়, রামধনু রং (Rainbow colour) হলেই বাজেয়াপ্ত করা হচ্ছে। এমনই ঘটনায় সৌদি আরবে। কেন?

সূত্রের খবর, সৌদি আরবের (Saudi Arab) প্রশাসনের তরফে বলা হয়েছে, ইসলামের ধর্মবিশ্বাসের পরিপন্থী  এমন কোনওকিছুকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমন কোনও কিছু যা সমকামিতার প্রচার করে সেটাও বাজেয়াপ্ত করা হচ্ছে। নবীন প্রজন্মের কাছে সমকামিতার প্রচার করছে এমন কোনও জিনিস বাজেয়াপ্তের তালিকায় ঢুকছে। যার ফলে রামধনু রঙের হলেই বাজেয়াপ্ত হচ্ছে সব। ছোটদের জামাকাড় (garment), চুলের ফিতে এমনকি পেনসিল বক্সেও এমন রং হয়ে থাকে। সৌদি আরবে এমন নিয়মে কোপ পড়ছে সেসবের উপরেও। সূত্রের খবর, সৌদি আরব প্রশাসন মনে করছে, সাতরঙা কোনও জিনিস শিশুদের প্রতি ভুল বার্তা (Poisonned Message) পাঠায়। সেই কারণেই এমন ঘটনা। ওই দেশে সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল এখবারিয়া (Al-Ekhbariya)-এর একটি প্রতিবেদনে দেখা গিয়েছে সেদেশের বাণিজ্যমন্ত্রক দোকান থেকে ওই নির্দিষ্ট রঙের নানা জিনিস বাজেয়াপ্ত করছে।  সৌদি আরবে সমকামিতা নিষিদ্ধ এবং ওই অপরাধে প্রাণদণ্ডের বিধানও রয়েছে।

কী বার্তা দেয় রামধনু রং: 
সমকামিতা, তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামীদের অধিকার-সংক্রান্ত আন্দোলনের প্রতীক রামধনু রং। এই আন্দোলনে এই রঙের পতাকা নিয়েই মিছিল করেন নাগরিকরা। লিঙ্গের অধিকারেরও অবিচ্ছেদ্য অংশ এই রং। এই আন্দোলনের জন্য গোটা জুন মাস Pride Month হিসেবে ধার্য করা হয়েছে। সেই মাসেই সৌদি আরবে সমকামিতার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে সেই দেশের সরকার।

কড়া অবস্থান:
সমকামিতা (Homosexuality) নিয়ে কড়া বরাবর কড়া অবস্থান নিয়েছে সৌদি আরব। সমকামিতা দেখানো হয়েছে এমন অভিযোগে ডিজনির “Doctor Strange in the Multiverse of Madness” সিনেমার প্রতি খড়্গহস্ত হয়েছিল সে দেশের সরকার। সিনেমায় ওই অংশটি কাটতে বলা হয়েছিল ডিজনিকে। কিন্তু তারা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সৌদি আরবে ওই সিনেমার স্ক্রিনিং হয়নি। একই কারণে ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘লাইটইয়ার’ (Lightyear) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর।

(Source: abplive.com)