আট কিলোমিটার গোবর্ধন পূজার শোভাযাত্রা। মহাদেব ও মহাকালীর বেলেল্লাপনার সাথে সাথে একদল ভূত-পিশাচ। কোথাও ভাল্লুক, কোথাও বানর আবার কোথাও শিল্পীরা সিংহের রূপ ধারণ করে।কোথাও কোথাও রাধা-কৃষ্ণের নৃত্য সবাইকে মুগ্ধ করছিল আবার কোথাও গোপীদের দল সবাইকে মুগ্ধ করছিল। যদুবংশীরা গোবর্ধন পূজা শোভাযাত্রার 5244 বছরের পুরানো ঐতিহ্য অনুসরণ করে।
যাদব সম্প্রদায় লাহুরাবীর থেকে নমো ঘাট পর্যন্ত মিছিল বের করে। শোভাযাত্রায় ছিল পূর্বাচলের বিভিন্ন আখড়ার কুস্তিগীর, লঙ্কা, কাতুয়াপুরার মানারি শিল্পী, ডমরু বাদক, হাতি, ঘোড়া, ডান্ডিয়া নাচ, ভগবান স্বরূপ নৃত্য, আগওয়ালি জোড়ি, ফারি কালাইয়া।
প্রধান অতিথি সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, যাদব সম্প্রদায়কে শিক্ষায় কঠোর পরিশ্রম করতে হবে। যাদব সম্প্রদায় যেখানেই উন্নতি করেছে বা উন্নতি করছে, তা শিক্ষার কারণেই হচ্ছে।
বিশেষ অতিথি অশোক যাদব অ্যাডভোকেট বলেন, সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কুফল দূর করতে হবে।
যাদব সমাজ ট্রাস্টের সভাপতি অশোক যাদব বলেছেন যে যাদব সমাজের অগ্রগতি তাদের নিজেদের কঠোর পরিশ্রমের কারণে, কারও অনুগ্রহের কারণে নয়।
(Feed Source: amarujala.com)