ম্যাচের ২৩ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে৷ যদিও এই ঘটনার আগেই স্টেডিয়ামের আশেপাশে বজ্রপাতের শব্দ শুনে খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি৷
হুয়ানকায়ো: ফুটবল ম্যাচ চলাকালীনই বাজ পড়ে মৃত্যু হল এক ফুটবলারের৷ আহত হলেন আরও পাঁচ জন৷ ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে৷
পেরুরের চিলসা জেলার হুয়ানকায়ো শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷ ঘটনার সময় জুভেন্টুড বেলাভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কা নামে দুটি স্থানীয় দলের খেলা চলছিল৷
দ্য সান-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই সজোরে বাজ পড়ে৷ রীতিমতো বিদ্যুতের ঝলকানি দেখা যায় মাঠের মধ্যে৷ সঙ্গে সঙ্গে তড়িদাহত হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন জোসে হুগা ডে লা ক্রুজ মেজা৷ ৩৯ বছর বয়সি ওই ফুটবলারকে পরে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়৷
এর পাশাপাশি মাঠে থাকা একজন গোলকিপারও বজ্রপাতে গুরুতর আহত হন৷ বাজ পড়ার সঙ্গে সঙ্গে অন্তত আট জন ফুটবলারকে মাঠে লুটিয়ে পড়তে দেখা যায়৷
ম্যাচের ২৩ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে৷ যদিও এই ঘটনার আগেই স্টেডিয়ামের আশেপাশে বজ্রপাতের শব্দ শুনে খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি৷ কিন্তু খেলোয়াড়রা নিরাপদে সরে যাওয়ার আগেই মাঠের মধ্যেই বাজ পড়ে৷ অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, মৃত ওই ফুটবলারের হাতে একটি ধাতব ব্রেসলেট ছিল৷ যে কারণে আরও সহজে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷
হুয়ানকায়ো শহরটি সমতল থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত৷ বর্ষার সময় সেখানে ঘন ঘন ব্রজপাতও স্বাভাবিক ঘটনা৷ ফলে এমন আবহাওয়ায় ঝুঁকি নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন নিয়েও প্রশ্ন উঠছে৷