ওড়িশা: আজ ৫ নভেম্বর, বিরাট কোহলির জন্মদিন (Virat Kohli Birthday)। ৩৬ পূর্ণ করলেন মহাতারকা ক্রিকেটার। তাঁর জন্মদিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। আর ঠিক এই উপলক্ষ্যেই বিশেষ এক উপহার পেলেন ‘কিং কোহলি’। বালিতে বিভিন্ন ভাস্কর্য ফুটিয়ে তুলতে পারদর্শী সুদর্শন পট্টনায়েক (Sudarshan Pattnaik)। তিনিই বিরাটের জন্মদিনে বালিতে এক সুন্দর ভাস্কর্য (Sand art) বানিয়ে ফের একবার তাক লাগিয়ে দিলেন।
মঙ্গলবার বিরাট কোহলির জন্মদিনে পুরীর সমুদ্রসৈকতে এক সুন্দর ভাস্কর্য ফুটিয়ে তুলেলেন তিনি। গোটাটাই তৈরি বালি দিয়ে। ৪ টন বালি দিয়ে এই ভাস্কর্য তৈরি করা হয়েছে। পাঁচ ফুট উঁচু এই ভাস্কর্যটি তৈরি করতে সুদর্শনের স্কুলের ছাত্ররাও তাঁকে সহযোগিতা করেছেন। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাস্কর্য নিয়ে কথা বলতে গিয়ে সুদর্শন বলেন, ‘আজ বিরাট কোহলির ৩৬তম জন্মদিন। সেই কারণেই এই বিশেষ ভাস্কর্য তৈরি করে আমরা ওঁকে শুভেচ্ছা জানাতে চাই। শিল্পী হিসাবে আমরা এমনভাবেই বালি দিয়ে ভাস্কর্য তৈরি করে ওঁকে শুভেচ্ছাবার্তা জানাতে চাই।’
এই বালির ভাস্কর্যে কোহলির প্রতিকৃতের সামনে একটি লম্বা ব্যাট রয়েছে, সেখানে ৩৬তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় মহাতারকাকে। রয়েছে গল্ফ বল দিয়ে করা কারুকার্যও। এই ভাস্কর্যই কিন্তু শেষ নয়, কোহলি নিজের জন্মদিনে তাঁর আপনজনের পাশাপাশি তাঁর ভক্তদের থেকেও প্রচুর উপহার পেয়ে থাকেন। এমনই আরেক বিশেষ উপহার পেয়েছেন তিনি।
#WATCH | Odisha: Sand artist Sudarsan Pattnaik created a sand artwork of cricketer Virat Kohli at Puri Beach, on the occasion of his birthday. pic.twitter.com/PK8ClSZpSm
— ANI (@ANI) November 5, 2024
এক অনুরাগী তাঁর জন্য হনুমানজির একটি ছবি এঁকে এনেছিলেন। মুম্বইয়ে কোহলির হোটেল রুমে তাঁর সঙ্গে দেখা করে প্রিয় নায়কের হাতে সেই পেন্টিং তুলে দিলেন ওই ভক্ত। সম্প্রতি কোহলিকে বিভিন্ন নাম সংকীর্তণে দেখা যাচ্ছে। অনেকেই বলাবলি করছেন যে, আধ্যাত্মিক দিকে আকর্ষিত হচ্ছেন বিরাট। সেই বিষয়টি মাথায় রেখেই কি ভক্ত বজরঙ্গবলীর ছবি এঁকে নিয়ে গিয়েছেন? অনেকেই ভক্তের মানসিকতার প্রশংসা করেছেন। বলেছেন, নায়কের মনের অবস্থা বুঝে সেরা উপহার নিয়ে গিয়েছেন। সেই ভক্তের সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে কথা বলতে দেখা যায় কোহলিকে। তিনি অনুরাগীর সঙ্গে উপহার নিয়ে ছবিও তোলেন।
(Feed Source: abplive.com)