US Results LIVE: কমলা-ট্রাম্পের লড়াইয়ের মধ্যে সেনেট হাতছাড়া ডেমোক্র্যাটদের

US Results LIVE: কমলা-ট্রাম্পের লড়াইয়ের মধ্যে সেনেট হাতছাড়া ডেমোক্র্যাটদের

US Election Results 2024 Live Updates: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট কে হবেন? কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? আজ সেই উত্তরটা মিলতে পারে। কারণ ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনা শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, পুরো গণনা শেষ হতে কয়েকদিন লেগে যেতে পারে। তবে কে শেষপর্যন্ত জিতবেন, সেটার আভাস আগেই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট ও টাটকা খবর দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

06 Nov 2024, 10:52:11 AM IST

US Election Results 2024 Live Updates: কমলা-ট্রাম্পের লড়াইয়ের মধ্যে সেনেট হাতছাড়া ডেমোক্র্যাটদের

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ক্ষমতা দখল করে দিল রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের হাতে যে আসনগুলি ছিল, সেগুলিতে রিপাবলিকানরা জিতে গিয়েছেন। এপির প্রতিবেদন অনুযায়ী, আপাতত সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা হল ৫১। আর ডেমোক্র্যাট সদস্যের সংখ্যা হল ৪২। আর চার বছরে প্রথমবার সেনেটের দখল নিল রিপাবলিকানরা

06 Nov 2024, 10:40:38 AM IST

US Election Results 2024 Live Updates: ৯৮ থেকে ব্যবধান কমে ২০! ট্রাম্পকে টক্কর কমলার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরও ব্যবধান কমিয়ে ফেললেন কমলা হ্যারিস। সকাল ১০ টা ৩৮ মিনিটের হিসাব অনুযায়ী, কমলার ঝুলিতে ২১০টি ইলেক্টোরাল কোলাজ আছে। ট্রাম্পের ঝুলিতে আছে ২৩০টি। একটা সময় ব্যবধান ছিল ৯৮। প্রাপ্ত ভোটের হার বেড়েছে কমলার। আপাতত ৪৭.৬ শতাংশ। ট্রাম্পের কমে দাঁড়িয়েছে ৫১ শতাংশ।

06 Nov 2024, 10:38:07 AM IST

US Election Results 2024 Live Updates: আপাতত কোন কোন প্রদেশে জিতেছেন কমলা হ্যারিস?

ওয়াশিংটন (ডেমোক্র্যাট), ওরেগন (ডেমোক্র্যাট), ক্যালিফোর্নিয়া (ডেমোক্র্যাট), কলোরাডো (ডেমোক্র্যাট), ইলিনয় (ডেমোক্র্যাট), ভার্জিনিয়া (ডেমোক্র্যাট), ভার্মন্ট (ডেমোক্র্যাট), নিউ ইয়র্ক (ডেমোক্র্যাট), ডেলাওয়ার (ডেমোক্র্যাট), ম্যাসচুয়েটস (ডেমোক্র্যাট), রোড আইল্যান্ড (ডেমোক্র্যাট), ডিসি, মেরিল্যান্ড (ডেমোক্র্যাট), নিউ জার্সি (ডেমোক্র্যাট), কানেকটিকাট (ডেমোক্র্যাট)। অর্থাৎ আপাতত যে প্রদেশগুলিতে জিতেছেন কমলা হ্যারিস, সেগুলির সবেতেই ২০২০ সালে জিতেছিলেন জো বাইডেন।

06 Nov 2024, 10:24:01 AM IST

US Election Results 2024 Live Updates: ৯৮ থেকে ব্যবধান কমে ২৫! ট্রাম্পকে টক্কর কমলার

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল। এবার সেটাই হচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী, সকাল ১০ টা ২০ মিনিট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৩০টি ইলেক্টরাল কলেজ আছে। কমলা হ্যারিসের ঝুলিতে আছে ২০৫টি। এখনও ছ’টি সুইং স্টেটের ফলাফল ঘোষণা করা হয়নি। যে ছ’টি প্রদেশেই গতবার জিতেছিল কমলার দল। তারইমধ্যে একটা সময় যে ব্যবধানটা ১০০-র মতো ছিল, সেটা কমে ২৫-তে ঠেকল।

06 Nov 2024, 10:20:21 AM IST

US Election Results 2024 Live Updates: নর্থ ক্য়ারোলিনা ট্রাম্পেরই!

প্রথম সুইং স্টেটের ফলাফল বেরোল। আর তাতে বাজিমাত করলেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সংবাদসংস্থা এপির রিপোর্ট অনুযায়ী, নর্থ ক্যারোলিনায় জিতেছেন ট্রাম্প। হারিয়ি দিলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। ২০১৬ সাল এবং ২০২০ সালেও নর্থ ক্যারোলিনা থেকে জিতেছিলেন ট্রাম্প। তবে কমলারা আশাবাদী ছিলেন যে এবার নর্থ ক্যারোলিনা তাঁদের দিকে ঝুঁকবে। কিন্তু সেটা হল না।

06 Nov 2024, 10:03:20 AM IST

US Election Results 2024 Live Updates: ওয়াশিংটনেও ছুটল কমলার বিজয়রথ, হারলেন ট্রাম্প

সংবাদসংস্থা এপির রিপোর্ট অনুযায়ী, ওয়াশিংটনেও জিতলেন কমলা হ্যারিস। যে প্রদেশে ইলেক্টোরাল কলেজের সংখ্যা হল ১২। ক্যালিফোর্নিয়ার মতো এটাও ডেমোক্র্যাটদের গড়। ১৯৮৮ সালের নির্বাচন থেকে রিপাবলিকানরা ওয়াশিংটনে দাঁত ফোটাতে পারেননি। আর ওয়াশিংটনে ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প তেমন জনপ্রিয় নন।

06 Nov 2024, 09:40:49 AM IST

US Election Results 2024 Live Updates: ক্যালিফোর্নিয়ায় জয় কমলার! একধাক্কায় ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমালেন

সংবাদসংস্থা এপির রিপোর্ট অনুযায়ী, ক্যালিফোর্নিয়া জিতে নিলেন কমলা হ্যারিস। আর সেই জয়ের ফলে একলপ্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেললেন। আমেরিকার যে প্রদেশে ইলেক্টোরাল কলেজের সংখ্যা সবথেকে বেশি, সেটা হল ক্যালিফোর্নিয়া। আর সেই ক্যালিফোর্নিয়ায় জয়ের পরে কমলার ঝুলিতে ৫৪টি ইলেকটোরাল কলেজ জমা পড়ল। গতবারও ক্যালিফোর্নিয়া গিয়েছিল ডেমোক্র্যাটের ঝুলিতে।

06 Nov 2024, 09:15:16 AM IST

US Election Results 2024 Live Updates: ২০০ পার ট্রাম্পের, ম্যাজিক ফিগার থেকে ৬০ দূরে

২০০-র গণ্ডি পেরিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগার ২৭০-র কাছে পৌঁছে গেলেন। অন্যদিকে, কমলা হ্যারিস ১১২-তে আটকে আছেন। আমেরিকার ভোটে জিততে ২৭০-র ম্যাজিক ফিগার ছুঁতে হয়। সেখান থেকে অনেক দূরে আছেন কমলা। আর ট্রাম্পের ৬০টি ইলেক্টোরাল কলেজ চাই। আপাতত তাঁর ঝুলিতে ২১০টি ইলেক্টোরাল কলেজ আছে।

06 Nov 2024, 09:03:29 AM IST

US Election Results 2024 Live Updates: কলোরোডায় জিতে ব্যবধান কমালেন কমলা, ২০০ ছুঁইছুঁই ট্রাম্প

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কমলা হ্যারিস জিতলেন কলোরোডায়। একটা সময় রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের ‘সুইং’ হত। কিন্তু গত দু’দশকে ডেমোক্র্যাটরা জিতছেন কলোরোডায়। ২০০৪ সালে শেষবার জিতেছিলেন জর্জ বুশ। গতবার জিতেছিলেন জো বাইডেন। আর এবার জিতলেন কমলা। আর সেই জয়ের সুবাদে কিছুটা ব্যবধানে কমালেন। তাঁর ঝুলিতে আপাতত ১১২টি ইলেক্টোরাল কলেজ আছে। ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে আছে ১৯৮টি।

06 Nov 2024, 08:45:39 AM IST

US Election Results 2024 Live Updates: ২০০ ছুঁইছুঁই ট্রাম্প, জিতলেন মিসৌরি, পারবেন কমলা হ্যারিস?

মিসৌরিতে জিতলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সাল এবং ২০২০ সালেও জিতেছিলেন মিসৌরি থেকে। ২০২০ সালে ট্রাম্প পেয়েছেন ৫৬.৮ শতাংশ ভোট। সেখানে ইলেক্টোরাল কলেজের সংখ্যা হল ১০। ট্রাম্পের ঝুলিতে ইলেক্টোরাল কলেজের সংখ্যা ১৯৮। হ্যারিসের ঝুলিতে আছে ১০৯টি ইলেক্টোরাল কলেজ আছে।

06 Nov 2024, 08:30:26 AM IST

US Election Results 2024 Live Updates: ট্রাম্প ১৮৮, কমলা ৯৯- সুইং স্টেটে কী হচ্ছে?

এবার মার্কিন নির্বাচনে ‘সুইং স্টেট’ হল জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা এবং উইসকনসিন। আর ওই প্রদেশগুলিতে কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প জিতছেন, সেটার লাইভ আপডেট দেখে নিন

06 Nov 2024, 08:13:17 AM IST

US Election Results 2024 Live Updates: ট্রাম্প ১৭৮, কমলা ৯৯- তবে আসল ‘খেলা’ শুরুই হয়নি এখনও!

ভরসাযোগ্য প্রদেশ থেকে জিতেছেন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প। যে রাজ্যগুলি থেকে তাঁদের জেতার কথা। তবে ২৭০-র লক্ষ্যে আসল ‘খেলা’ শুরু হবে বিভিন্ন সুইং স্টেট থেকে। তার উপরই নির্ভর করবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল।

06 Nov 2024, 08:05:24 AM IST

US Election Results 2024 Live Updates: টেক্সাসে ট্রাম্পের দাপট! বজায় থাকল লাল আধিপত্য

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসে রিপাবলিকান আধিপত্য বজায় থাকল। এবারও জিতলেন ডোনাল্ড ট্রাম্প। ইলেক্টোরাল কলেজ পেলেন ৪০টি। ২০২০ সালের জনগণনার পরে ইলেক্টোরাল কলেজের সংখ্যা দুটি বৃদ্ধি পেয়েছে। ১৯৭৬ সালে শেষবার জিতেছিলেন কোনও ডেমোক্র্যাট প্রার্থী।

06 Nov 2024, 07:54:20 AM IST

US Election Results 2024 Live Updates: ট্রাম্প ১৭৭, কমলা ৯৯

ভারতীয় সময় অনুযায়ী সকাল ৭ টা ৫০ মিনিটের পরিসংখ্যান অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ১৭৭টি ইলেক্টোরাল কলেজ আছে। কমলা হ্যারিসের ঝুলিতে আছে ৯৯টি কলেজ। তারইমধ্যে ট্রাম্প পরপর নর্থ ডাকোটা, টেক্সাস, ওয়াইমিং, সাউথ ডাকোটা, ওহিয়ো, লুইসিয়ানা

06 Nov 2024, 07:47:14 AM IST

US Election Results 2024 Live Updates: নিউ ইয়র্কের ‘নীল প্রাচীরে’ ধাক্কা ট্রাম্পের, হারলেন টানা ৩ বার, জিতলেন কমলা

নিউ ইয়র্কে বাজিমাত করলেন কমলা হ্যারিস। প্রদেশের ২৮টি ইলেকটোরাল কলেজ নিজের ঝুলিতে পরেন নিয়েছেন। ১৯৮৪ সালের পর থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতি নিজেদের সমর্থন উজাড় করে দিয়েছে নিউ ইয়র্ক। যে প্রদেশের ইলেকটোরাল কলেজ আমেরিকায় চতুর্থ সর্বোচ্চ (ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডার পরে)। আর নিউ ইয়র্কে হারের হ্যাটট্রিক করলেন ডোনাল্ড ট্রাম্প।

06 Nov 2024, 07:39:53 AM IST

US Election Results 2024 Live Updates: রোড আইল্যান্ডে জিতলেন কমলা

রোড আইল্যান্ডে জিতলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিল। চারটি ইলেক্টোরাল কলেজ পেলেন। শেষবার সেখানে কোনও রিপাবলিকান প্রারথী জিতেছিলেন ১৯৮৪ সালে। জিতেছিলেন রোনাল্ড রেগান। ২০২০ সালে ৫৯ শতাংশ ভোট পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

06 Nov 2024, 07:32:46 AM IST

US Election Results 2024 Live Updates: ট্রাম্পময় আরকানসাস!

আরকানসাসের ছ’টি ইলেক্টোরাল কলেজই জিতে নিলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মতোই এখানে হ্যাটট্রিক করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ২০১৬ সাল, ২০২০ সাল এবং ২০২৪ সালে জিতলেন। ১৯৯৬ সাল থেকে আরকানসাসে একবারও জেতেননি ডেমোক্র্যাটরা। সেই বছর জিতেছিলেন বিল ক্লিন্টন।

06 Nov 2024, 07:29:52 AM IST

US Election Results 2024 Live Updates: ডেলাওয়ারে কমলা!

ডেলাওয়ার থাকল কমলা হ্যারিসের দখলে! ডোনাল্ড ট্রাম্পকে দাপটের সঙ্গে হারালেন। যদিও ইলেকটোরাল কলেজের সংখ্যা হল মাত্র তিন। সেই প্রদেশে ১৯৮৮ সালে শেষ কোনও রিপাবলিকান পদপ্রার্থী জিতেছিলেন। জয় পেয়েছিলেন জর্জ বুশ।

06 Nov 2024, 07:19:36 AM IST

US Election Results 2024 Live Updates: ওবামার ‘ঘরে’ জিতলেন কমলা!

ইলিনয় প্রদেশে বাজিমাত করলেন কমলা হ্যারিস। ১৯টি ইলেক্টোরাল কলেজই জিতে নিলেন। ইলিনয় প্রদেশের রং এমনিতেই নীল। আর সেই গড় ধরে রেখেছেন কমলা। যে প্রদেশ আবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘হোম’। ১৯৯২ সাল থেকে সেখানে ডেমোক্র্যাটিক প্রার্থীরা জিতে আসছেন।

06 Nov 2024, 07:13:31 AM IST

US Election Results 2024 Live Updates: আরও এক ডেমোক্র্যাট গড় ধরে রাখলেন কমলা

নিউ জার্সিতে জিতলেন কমলা হ্যারিস। ১৪টি ইলেক্টোরাল কলেজ পেয়ে গেলেন। প্রদেশে ডেমোক্র্যাটদের আধিপত্য অব্যাহত থাকল। ১৯৮৮ সাল থেকে টানা সেখানে জিতে আসছে ডেমোক্র্যাটরা। নিউ জার্সিতে ডোনাল্ড ট্রাম্পের একাধিক যোগ আছে। তাতে অবশ্য় লাভ হল না।

06 Nov 2024, 06:59:21 AM IST

US Election Results 2024 Live Updates: আরও বেশি ভোট পেয়ে ফ্লোরিডায় হ্যাটট্রিক ট্রাম্পের!

ফ্লোরিডায় জিতলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ফ্লোরিডার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে ইলেকটোরাল কলেজের সংখ্যা হল ৩০। ২০১২ সালে শেষবার সেখানে জিতেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। ২০১৬ সালে জিতেছিলেন ট্রাম্প। ২০২০ সালে মার্জিন আরও বাড়িয়েছিলেন। এবার সেটা আরও বেশি ভোট পেয়েছেন।

06 Nov 2024, 06:56:35 AM IST

US Election Results 2024 Live Updates: আরও এক রিপাবলিকান গড় ধরে রাখলেন ট্রাম্প

আলাবামা থেকে জিতলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সাল এবং ২০২০ সালেও সেখান থেকে জিতেছিলেন। ২০২০ সালেও সেই ধারা বজায় রাখলেন রিপাবলিকান পদপ্রার্থী। সেইসঙ্গে তাঁর ঝুলিতে যুক্ত হল ন’টি ইলেকটোরাল কলেজ। ১৯৭৬ সালে সেখানে শেষবার কোনও ডেমোক্র্যাট পদপ্রার্থী জিতেছিলেন।

06 Nov 2024, 06:50:45 AM IST

US Election Results 2024 Live Updates: ৫৪ বছর মিসিসিপিতে জিতছে রিপাবলিকানরা

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, মিসিসিপি থেকে জিতলেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রদেশের ছ’টি ইলেকটোরাল কলেজই নিজের ঝুলিতে পুরে নিলেন। যে প্রদেশ রিপাবলিকানদের গড়। ১৯৭৬ সালের পর থেকে সেখানে দাঁত ফোটাতে পারেনি ডেমোক্র্যাটরা। ১৯৭৬ সালে জিতেছিলেন জিমি কার্টার। মার্কিন কংগ্রেসের নিরিখেও মিসিসিপির রং নীল।

06 Nov 2024, 06:41:30 AM IST

US Election Results 2024 Live Updates: ৩২ বছর অটুট মেরিল্যান্ড গড়! জিতলেন কমলা হ্যারিস

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, মেরিল্যান্ডে জিতলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। যেখানে ইলেকটোরাল কলেজের সংখ্যা ১০। আমেরিকার রাজধানীর পাশেই সেই প্রদেশে প্রচুর সরকারি কর্মচারী থাকেন। যা বরাবরই ডেমোক্র্যাটের দিকে ঝুঁকে আছে। ৩০ শতাংশ কৃষ্ণাঙ্গ মানুষের বাস সেখানে। প্রদেশে ডেমোক্র্যাট ২-১ রিপাবলিকান। ২০২০ সালে মাত্র ৩২ শতাংশ ভোট পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শেষবার সেখানে যে রিপাবলিকান প্রার্থী জিতেছিলেন, তিনি হলেন জর্জ বুশ। ১৯৮৮ সালে জিতেছিলেন।

06 Nov 2024, 06:35:29 AM IST

US Election Results 2024 Live Updates: ট্রাম্প ৯৫, কমলা ৩৫- নীল ও লাল ‘গড়’ আপাতত অটুট, কে জিতবেন?

ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৬ টা ৩৪ মিনিট পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ৯৫টি ইলেক্টোরাল কলেজ আছে। ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছেন। আর কমলা হ্যারিসের ঝুলিতে ৩৫টি ইলেক্টোরাল কলেজ আছে। তাঁর প্রাপ্ত ৪৫.৪ শতাংশ। নীল ও লাল ‘গড়’ আপাতত অটুট আছে।

06 Nov 2024, 06:30:54 AM IST

US Election Results 2024 Live Updates: প্রাথমিক ট্রেন্ডে জর্জিয়ায় এগিয়ে ট্রাম্প

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত সুইং স্টেট জর্জিয়ায় ২০ শতাংশ ভোটগণনা হয়েছে। তাতে এগিয়ে আছেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে ডেমোক্র্যাট জো বাইডেন জিতেছিলেন জর্জিয়া।

06 Nov 2024, 06:24:42 AM IST

US Election Results 2024 Live Updates: রিপাবলিকান গভর্নর ইন্ডিয়ানায়

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ানা থেকে গভর্নর নির্বাচনে জিতেছেন রিপাবলিকান মাইক ব্রাউন। হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট জেনিফার ম্যাককোরমিককে। একটি টার্মের পরে সেনেট ছাড়ছেন ব্রাউন। আগেও রিপাবলিকান গভর্নর ছিলেন ইন্ডিয়ানায়।

06 Nov 2024, 06:19:36 AM IST

US Election Results 2024 Live Updates: ‘সুইং স্টেট’ নর্থ ক্যারোলিনায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে হ্যারিস

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ভার্জিনিয়া (ইলেক্টোরাল কলেজ ১৩) এবং নিউ হ্যাম্পশায়ারে (ইলেক্টোরাল কলেজ ৪) এগিয়ে আছেন কমলা হ্যারিস। ‘সুইং স্টেট’ নর্থ ক্যারোলিনায় (ইলেক্টোরাল কলেজ ১৬) এগিয়ে আছেন তিনি।

06 Nov 2024, 06:08:51 AM IST

US Election Results 2024 Live Updates: আমেরিকার একাংশ লাল! ওয়েস্ট ভার্জিনিয়ায় হ্যাটট্রিক করলেন ট্রাম্প

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ভার্জিনিয়ায় হ্যাটট্রিক করলেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সাল এবং ২০২০ সালের পরে ফের ২০২৪ সালে জিতলেন। আর সেই জয়ের ফলে চারটি ইলেক্টোরাল কলেজ যুক্ত হল ট্রাম্পের ঝুলিতে। আগে পাঁচটি ইলেকটোরাল কলেজ ছিল ওয়েস্ট ভার্জিনিয়ায়। কিন্তু ২০২০ সালের জনগণনার পরে সেই সংখ্যাটা এক কমে গিয়েছে। ২০২০ সালে ৬৮ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন ট্রাম্প। আর তার ফলে আমেরিকার একাংশ ‘লাল’ (রিপাবলিকানের লাল) হল।

06 Nov 2024, 06:05:35 AM IST

US Election Results 2024 Live Updates: প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে সময় লাগবে, ৩ পরামর্শ ওবামার

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাবাক ওবামা বলেছেন, ‘২০২০ সালে প্রতিটি ব্যালট গণনা করতে কয়েকদিন লেগে গিয়েছিল। খুব সম্ভবত আমরা আজ রাতে (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী) ফলাফল জানতে পারব না।’ সেই পরিস্থিতিতে কয়েকটি পরামর্শ দেন ওবামা। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে হাজার-হাজার ভোটকর্মী কাজ করছেন। তাঁদের সম্মান করুন। তাঁদের ধন্যবাদ জানান। সূত্র খতিয়ে না দেখে কিছুটা শেয়ার করবেন না। যে প্রক্রিয়া মেনে পুরোটা হয়, সেটা হতে দিন। প্রতিটি ব্যালট গুনতে সময় লাগে।’

06 Nov 2024, 06:00:59 AM IST

US Election Results 2024 Live Updates: ইন্ডিয়ানায় জিতলেন ট্রাম্পের ফ্যান!

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ানা থেকে মার্কিন সেনেটের নির্বাচনে জিতলেন রিপাবলিকান জিম ব্যাঙ্কস। ডোনাল্ড ট্রাম্পের অনুগামী তিনি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন যে জিতেছিলেন, তাতে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিলেন করেছিলেন ব্যাঙ্কস। তিনি এবার হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থীকে।

06 Nov 2024, 05:54:02 AM IST

US Election Results 2024 Live Updates: ভার্মন্টে মার্কিন সেনেটের নির্বাচনে জিতলেন কমলার অনুগামী

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ভার্মন্ট থেকে মার্কিন সেনেটের নির্বাচনে জিতলেন নির্দল বার্নি স্যান্ডার্স। ২০১৬ সাল এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পদপ্রার্থী হতে চেয়েছিলেন। আর এবার জো বাইডেন সরে যাওয়ার পরে কমলা হ্যারিসকে সমর্থন করেছেন।

06 Nov 2024, 05:46:27 AM IST

US Election Results 2024 Live Updates: ২০২০ সালে ইন্ডিয়ানা, কেন্টাকি ও ভার্মন্টে কী হয়েছিল?

আপাতত যে তিনটি প্রদেশে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্পকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে, সেগুলি ২০২০ সালে তাঁদের দলের দখলেই ছিলেন। ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে জিতেছিলেন রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্প। আর ভার্মন্টে জিতেছিলেন ডেমোক্র্যাটিক পদপ্রার্থী জো বাইডেন। এবার বাইডেন নয়, লড়েছেন কমলা হ্যারিস।

06 Nov 2024, 05:41:38 AM IST

US Election Results 2024 Live Updates: ডেমোক্র্যাটিক গড় ভার্মন্টে জিতলেন কমলা

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটিক গড় ভার্মন্টে জিতলেন কমলা হ্যারিস। আগের আটটি প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাটিক প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে ভার্মন্ট। ওই প্রদেশের গভর্নর হলেন ফিল সল্ট। যিনি রিপাবলিকান হলেও রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচক। আর ২০২০ সালে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। তবে ভার্মন্টে ইলেক্টোরাল কলেজের সংখ্যা মাত্র তিন।

06 Nov 2024, 05:33:43 AM IST

US Election Results 2024 Live Updates: ইন্ডিয়ানা, কেন্টাকিতে জয় ট্রাম্পের

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ানায় জিতলেন ডোনাল্ড ট্রাম্প। একইভাবে কেন্টাকিতে জিতলেন রিপাবলিকান পদপ্রার্থী। কেন্টাকিতে ইলেক্টোরাল কলেজের সংখ্যা হল আট। অর্থাৎ আটটি ইলেক্টোরাল কলেজই গেল ট্রাম্পের ঝুলিতে। আর ইন্ডিয়ানায় ইলেক্টোরাল কলেজের সংখ্যা হল ১১

06 Nov 2024, 05:30:07 AM IST

US Election Results 2024 Live Updates: কমলা বা ট্রাম্পকে জিততে হলে কী করতে হবে?

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য ম্যাজিক ফিগার হল ২৭০। মোট ইলেক্টোরাল কলেজের সংখ্যা হল ৫৩৮। যে প্রার্থী ২৭০ পাবেন, তিনি জিতে যাবেন। তিনিই হবেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টা সহজে বুঝে নিন

06 Nov 2024, 05:20:25 AM IST

US Election Results 2024 Live Updates: ভোটে ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ, খারিজ অফিসারদের

ফিলাডেলফিয়ায় ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন রিপাবলিকান পদপ্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় ‘ব্যাপক জালিয়াতি নিয়ে প্রচুর কথাবার্তা’ হচ্ছে। সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়ার আধিকারিকরা। ডেমোক্র্যাটিকের পাশাপাশি রিপাবলিকানের সঙ্গে যুক্ত আধিকারিকরাও সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন।

06 Nov 2024, 05:10:40 AM IST

US Election Results 2024 Live Updates: জয়ের বিষয়ে বেশি আত্মবিশ্বাসী কমলার অনুগামীরা- এক্সিট পোল

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রাথমিক এক্সিট পোল অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া দুই-তৃতীয়াংশ ভোটার মনে করছেন যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে। কমলা হ্যারিসকে সমর্থন করা ১০ জন ভোটারের মধ্যে নয়জনই বলেছেন যে তাঁরা মার্কিন ভাইস-প্রেসিডেন্টের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্ষেত্রে অঙ্কটা হল ৫০ শতাংশ।

06 Nov 2024, 05:00:35 AM IST

US Election Results 2024 Live Updates: ভোটদান প্রক্রিয়া শেষ হচ্ছে আমেরিকায়

ভোটদান প্রক্রিয়া শেষ হতে শুরু করেছে আমেরিকায়। ধাপে-ধাপে বিভিন্ন জায়গায় ভোটদান প্রক্রিয়া শুরু হবে। জর্জিয়ায় ভোর ৫ টা ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) শেষ হবে ভোটদান প্রক্রিয়া। নর্থ ক্যারোলিনায় শেষ হবে সকাল ৬ টায়। পেনসিলভানিয়ায় ভোটদান প্রক্রিয়া শেষ হবে সকাল ৬ টা ৩০ মিনিটে। মিচিগানে আবার সকাল ৬ টা ৩০ মিনিট এবং সকাল ৭ টা ৩০ মিনিটে শেষ হবে।

06 Nov 2024, 05:00:35 AM IST

US Election Results 2024 Live Updates: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট কে হবেন? মিলবে উত্তর

US Election Results 2024 Live Updates: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট কে হবেন? কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? আজ সেই উত্তরটা মিলতে পারে। কারণ ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনা শুরু হবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, পুরো গণনা শেষ হতে কয়েকদিন লেগে যেতে পারে। তবে কে শেষপর্যন্ত জিতবেন, সেটার আভাস আগেই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট ও টাটকা খবর দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।