ওই কৃষক ঢোলপুরেরই একটি শোরুম থেকে নতুন এই ট্র্যাক্টরটি কিনেছিলেন৷
ঢোলপুর: মাত্র দেড় বছর আগে ট্র্যাক্টর কিনেছিলেন কৃষক৷ অনেক পরিশ্রম করে প্রতি মাসে দিচ্ছিলেন কিস্তি৷ কিন্তু আচমকাই সেই কৃষক নিজের সেই ট্র্যাক্টরেই আগুন ধরিয়ে দিলেন৷ এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজস্থানে ঢোলপুর শহরে৷ ব্যস্ত শহরের মধ্যে কৃষকের এমন কাণ্ডে তাজ্জব হয়ে যান উপস্থিত প্রত্যেকেই৷ তার পরই জানা যায়, কোন হতাশা থেকে কৃষক এমন কাণ্ড ঘটালেন৷
জানা গিয়েছে, ওই কৃষক ঢোলপুরেরই একটি শোরুম থেকে নতুন এই ট্র্যাক্টরটি কিনেছিলেন৷ কিন্তু কেনার পর থেকেই ট্র্যাক্টরটিতে একের পর এক সমস্যা দেখা দিচ্ছিল৷ এর আগে চার বার খারাপ হয়ে যায় ওই ট্র্যাক্টরটি৷
ওই কৃষকের আরও অভিযোগ, গ্যারান্টি শেষ না হওয়া সত্ত্বেও প্রত্যেকবার ওই শোরুম কর্তৃপক্ষ তাঁর থেকে ট্র্যাক্টর মেরামতির পুরো টাকা আদায় করে৷ পঞ্চম বার ট্র্যাক্টরটিতে ফের সমস্যা দেখা দেওয়ায় সেটি ওই শোরুমের সামনে নিয়ে এসে ট্র্যাক্টরটিতে আগুন ধরিয়ে দেন ওই চাষি৷ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ট্র্যাক্টরে৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়৷
জিতু নামে ওই কৃষকের অভিযোগ, ‘প্রতি মাসে সময়ে ট্র্যাক্টরের কিস্তি শোধ করছি৷ তার পরেও একের পর এক সমস্যা দেখা দিচ্ছে৷ গ্যারান্টি থাকলেও আমার থেকে ট্র্যাক্টর মেরামতির টাকা নেওয়া হচ্ছে৷ এত টাকা আমি কোথায় পাব?’