আজব কাণ্ড ঘটে গেল আর্জেন্তিনায়। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে প্রথম একাদশে রেখে দল সাজাল দেপোর্তিভো রিয়েস্ত্রা। যে দেশে মেসির মতো ফুটবলার তৈরি হয়, সেখানে কিনা এরকম ঘটনা! বিষয়টিকে অনেকেই চূড়ান্ত অসম্মানজনক বলে মনে করছেন। বিশ্বকাপ জয়ী দেশের অন্যতম সেরা ক্লাবের এরকম কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার থাকলেই কি ফুটবল খেলা শেখা হয়ে যায় ?
ঘটনাটি কী ঘটে?
আর্জেন্তিনার প্রথম সারির ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার সঙ্গে লিগ ওয়ানের ম্যাচ ছিল ভেলেজ সারসফিল্ডের। সেখানেই দেপোর্তিভো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুককে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিল। ইভান ইউটিউবে স্প্রিন নামে পরিচিত। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ। ইনস্টাগ্রামেও তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। প্রায় ৫০ লক্ষ ফলোয়ার রয়েছে সেখানেও। তবে তা বলে কি ফুটবল খেলা যায়? একজন পেশাদার ফুটবলার হওয়ার জন্য প্রয়োজন হয় দীর্ঘ বছরের কঠোর প্রশিক্ষণ। কিন্তু তা ইভানের মধ্যে কোথায়? তবে তিনিও যে ফুটবল খেলতে আগ্রহী এমনটাও আগে কখনও জানায়নি।
তাহলে হঠাৎ কেন এমন একজনকে সরাসরি দেপোর্তিভো মাঠে নামিয়ে দিল সেটা নিয়েই প্রশ্ন উঠছে। তবে এরকম ‘মহান ফুটবলারকে’ বেশিক্ষন মাঠে দেখা যায়নি। মাত্র ৫০ সেকেন্ড খেলিয়েই তাঁকে তুলে নেওয়া হয়। কিন্তু তাতেই হইচই পড়ে গেছে আর্জেন্তিনায়। এখন প্রশ্ন, তাঁকে এটুকু সময়ের জন্য মাঠেই নামাল কেন দেপোর্তিভো? মূলত এটি একটি বিজ্ঞাপন স্ট্রাটেজি ছিল ক্লাবের। আর্জেন্তিনার এই দল চমকপ্রদ প্রচার ও বিপণন কৌশলের জন্য বেশ জনপ্রিয়। এই ঘটনাটিকে মোটেও ভালো ভাবে নিচ্ছে না ফুটবল বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, দেপোর্তিভো আসলে ফুটবলেরই অবমাননা করেছে।
ইভানকে লিগ ওয়ানে খেলানোর পরিকল্পনা অনেকদিন আগেই চুপিসারে করে নিয়েছিল দেপোর্তিভো রিয়েস্ত্রা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছিল। গত সপ্তাহের মঙ্গলবার থেকে টিমের সঙ্গে ট্রেনিংও শুরু করেন ইভান। তবে সমালোচনার মুখে পড়ে দায় এড়ানোর চেষ্টা করছে দেপোর্তিভো।
টিম ম্যানেজমেন্টের বক্তব্য, দলের প্রধান স্পনসর যে এনার্জি ড্রিঙ্কস সংস্থা, তাদের দাবিতেই এটা করতে হয়েছে। অন্যদিকে দলের কোচ জানিয়েছেন, এটা তাদের চুক্তিতেই উল্লেখ ছিল। ইভানকে দলে রেখে তিনি কাউকে অসম্মান করতে চাননি। উল্লেখ্য, শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়ে যায়। তবে বিষয়টিকে ভালো ভাবে নেননি সমর্থকরা।
(Feed Source: hindustantimes.com)