Chennai: সরকারি ডাক্তারকে ৭ বার ছুরির কোপ! চেন্নাইয়ে ভয়ংকর কাণ্ড…

Chennai: সরকারি ডাক্তারকে ৭ বার ছুরির কোপ! চেন্নাইয়ে ভয়ংকর কাণ্ড…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরপর সাতবার! একের পর এক ছুড়ির কোপ বসানো হল চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালের চিকিৎসককে। রাজ্যে যখন আর জি কর আবহে বারবার জুনিয়ার চিকিৎসকেরা দাবি তুলেছেন তাঁদের সুরক্ষা নিয়ে। সুপ্রিমকোর্ট উঠেছে সুরক্ষার দাবি। সেই সময় চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে ডাক্তার নিগ্রহের মতন ঘটনা। ফের প্রশ্ন উঠছে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে। বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালে।

পুলিস সূত্রে জানা যায়, ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দিয়েছেন চিকিৎসক! সেই অভিযোগ ঘিরেই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ওই রোগিণীর পুত্র। তাঁর কপালে ও কানেও ছুরি চলে। সেই কারণে গুরুত্বরভাবে জখম হন সেই ডাক্তার। আপাতত আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে চিকিৎসককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালের ওপিডি বিভাগে। চিকিৎসকের উপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, ডা: বালাজী জগন্নাথ সেই সময় ক্যানসার ওয়ার্ডেই কাজ করছিলেন। অভিযুক্ত ভিগনেশ ডাক্তারের উপর আক্রমণ করে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই হাসপাতালের গার্ডেরা তাঁকে ধরে ফেলে এবং তুলে দেওয়া হয় পুলিসের হাতে।

(Feed Source: zeenews.com)