Amit Shah:’ইন্দিরা গান্ধি স্বর্গ থেকে নেমে এলেও ৩৭০ ধারা ফেরাতে পারবেন না কাশ্মীরে’!

Amit Shah:’ইন্দিরা গান্ধি স্বর্গ থেকে নেমে এলেও ৩৭০ ধারা ফেরাতে পারবেন না কাশ্মীরে’!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  প্রায় এক দশক পর বিধানসভা ভোট হয়েছে জম্মু-কাশ্মীরে। উপত্যকায় কি ফের ৩৭০ ধারা লাঘু হবে? বিধানসভায় যখন প্রস্তাব পেশ করেছে সরকার, তখন অবস্থানে অনড় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন,’স্বয়ং ইন্দিরা গান্ধি স্বর্গ থেকে নেমে এলেও উপত্যকায় ৩৭০ ধারা ফেরাতে পারবেন না, কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরবে না’।

সাল ২০১৯। কেন্দ্রের দ্বিতীয়বার ক্ষমতায় এসেই কাশ্মীরে  ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। জম্মু-কাশ্মীর রাজ্য়কে  দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে ভাগও করে দেওয়া হয়। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তকে সাংবিধানিক বলেই রায় দেন দেশের শীর্ষ আদালত। তবে কেন্দ্রশাসিত অঞ্চল নয়, জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রকে।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর বিধানসভা ভোট হয় কাশ্মীরে। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটে আস্থা রেখেছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন ওমর আবদুল্লা। সম্প্রতি ৩৭০ নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের বিধায়করা।

এর আগেও, ৩৭০ ধারা নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন,’রাহুল গান্ধির চতুর্থ প্রজন্মও ৩৭০ ধারা পুর্বহাল করতে পারবে না’।  মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে একই সুর শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়ও।

(Feed Source: zeenews.com)