আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে হার্দিক, ইডেনে বল হাতে আগুন যুধাজিতের, ক্রিকেট মাঠের খবর

আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে হার্দিক, ইডেনে বল হাতে আগুন যুধাজিতের, ক্রিকেট মাঠের খবর

কলকাতা: দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশে গিয়ে টি-২০ সিরিজে হারিয়েছে ভারত। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে তার সুফলও পেলেন ভারতীয় ক্রিকেটারেরা। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে বিরাট লাফ তিলক বর্মার (Tilak Varma)। ব্যাটারদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন হায়দরাবাদের তরুণ।

ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও নেপালের দীপেন্দ্র সিংহ আইরিকে পেরিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ছিনিয়ে নিলেন বঢোদরার অলরাউন্ডার হার্দিক। যিনি ৬ বছর পর ঘরোয়া ক্রিকেটেও খেলবেন। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য বঢোদরা দলে রাখা হয়েছে হার্দিককে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন হার্দিক। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ভারতের সিরিজ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন ৩১ বছরের তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরি সহ ২৮০ রান করেছিলেন তিলক। তিনি এক লাফে ৬৯ ধাপ উঠে তিন নম্বরে রয়েছেন। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের পরেই।

ইডেনে যুধাজিতের আগুনে বোলিং

কয়েকদিন আগেই ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে হাতে চোট পেয়েছেন। সেই চোট উপেক্ষা করেই ইডেনে বল হাতে আগুন ঝরালেন বাংলার যুধাজিৎ গুহ। সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোচবিহার ট্রফির ম্যাচে মাত্র ৫৭ রানে নিলেন ৬ উইকেট। বুধবার তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়াল ১২.৪-২-৫৭-৬। চেতলার পেসারের দাপটে ইডেনে প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে অল আউট হয়ে গেল সৌরাষ্ট্র। মাত্র ৩০.৪ ওভারে। জবাবে ম্যাচের প্রথম দিন চা পানের বিরতিতে বাংলার স্কোর বিনা উইকেটে ১১১ রান।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার পেসার যুধাজিৎ। টুর্নামেন্ট খেলতে রওনা হয়ে যাবেন। তার ঠিক আগে ইডেনে কোচবিহার ট্রফির ম্যাচে গতির আগুনে ঝলসে দিলেন সৌরাষ্ট্রকে। যা ভারতের প্রতিনিধিত্ব করার আগে বাংলার তরুণ পেসারকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ম্যাচেও চালকের আসনে বাংলা।

(Feed Source: abplive.com)