জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারের রাজগীরে চিনের প্রাচীর ভেঙে ‘চক দে ইন্ডিয়া’ ভারতের। মহিলাদের হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Women’s Asian Champions Trophy 2024) চিনের মুখোমুখি হয়েছিল ভারত (India vs China Hockey Final)।
বুধ সন্ধ্য়ায় লড়াই করে ১-০ গোলে ফাইনাল জিতল টিম ইন্ডিয়া। খেলার ৩১ মিনিটে পেনাল্টি কর্নারে ম্য়াচের একমাত্র গোল দীপিকার। খেলা শেষে জাতীয় দলের কোচ হরেন্দ্র সিং তাঁকে স্নেহের চুম্বনে ভরিয়ে দিলেন। সেই ছবিও নেটপাড়ায় ভাইরাল হয়ে গেল। এই নিয়ে তৃতীয়বার (২০১৬, ২০২৩, ২০২৪) এশিয়ার সেরা হল ভারত। এর সঙ্গেই ভারত ট্রফি ধরে রাখল। ৭ ম্য়াচে ৭টিই জিতে ভারত হল এশিয়ার সেরা। ৬ ম্য়াচে ১১ গোল করে টুর্নামেন্টের সেরা হলেন দীপিকা।
হকি ইন্ডিয়া জানিয়েছে যে, চ্যাম্পিয়ন টিমের সকল খেলোয়াড় পাবেন ৩ লক্ষ টাকা করে। সাপোর্ট স্টাফরা সকলে পাবেন ১.৫ লক্ষ টাকা। এশিয়ান হকি ফেডারেশন জানিয়েছে যে, শিরোপাজয়ী ভারত পাবে ১০ হাজার মার্কিন ডলার (৮ লক্ষ ৪৩ হাজার ৬১৪ টাকা), রানার্স চিন পাবে ৭ হাজার মার্কিন ডলার (৫ লক্ষ ৯০ হাজার ৫৩৭ টাকা), তৃতীয় স্থানে শেষ করা জাপান পাবে ৫ হাজার মার্কিন ডলার (৪ লক্ষ ২১ হাজার ৮১২ টাকা)। এই প্রথম এশিয়ান হকি ফেডারেশন এই টুর্নামেন্টে নগদ অর্থ দেওয়ার ঘোষণা করল।
(Feed Source: zeenews.com)