মুখ্যমন্ত্রীর ভাই বনাম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস! জমে উঠেছে BOA এর নির্বাচন

মুখ্যমন্ত্রীর ভাই বনাম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস! জমে উঠেছে BOA এর নির্বাচন

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য ২৩ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এর ৫ দিন পরেই অর্থাৎ ২৯ তারিখ বিওএ-র নির্বাচন। এই লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বনাম রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ময়দানে নজিরবিহীন নির্বাচনী হাওয়া। বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচন ঘিরে বাড়ছে  উত্তাপ। এই নির্বাচনের মুখ্য চরিত্রে রয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, যাঁকে গোটা ময়দান বাবুন বন্ধ্যোপাধ্য়ায় নামে চেনে। বর্তমান বিওএ-র প্রেসিডেন্ট তিনি। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ময়দানে বাবুনের ক্ষমতা বাড়তে থাকে। মোহনবাগান সহ একাধিক ক্লাবের প্রশাসনে দেখা যায় তাঁকে।হকি, বক্সিং থেকে রাজ্য অলিম্পিক সংস্থা, প্রায় সর্বত্রই নানা সংস্থার শীর্ষ পদে তাঁকে দেখা যেতে থাকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বিরুদ্ধে ছক কষছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের আর এক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। ফলে বাবুন বনাম অরূপের লড়াই ঘিরে ময়দান তেতে উঠছে।

বাবুনের বিরুদ্ধে প্যানেল সাজাচ্ছেন অরূপ বিশ্বাসের অনুগতরা। সেই প্যানেলে থাকতে পারে কমলেশ চট্টোপাধ্যায়, কমল মৈত্র, চন্দন রায়চৌধুরীদের মতো হেভিওয়েটের নাম। জানা যাচ্ছে বিরোধী গোষ্ঠী নাকি তাদের ম্যানিফেস্টো পর্যন্ত তৈরি করে ফেলেছে। এখন প্রশ্ন হল, মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধেই অরূপ বিশ্বাস কেন লড়াইয়ে নামছেন? জানা যাচ্ছে লোকসভা ভোটের ঠিক আগে, তৃণমূলের প্রার্থী তালিকা জমা করার আগেই বিক্ষুব্ধ হয়েছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। দিদি মমতার সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাবুন। মমতা পর্যন্ত ভাইকে নিয়ে বলেছিলেন, ‘ও আমার কেউ নয়।’ তারপরে শুরু হয়ে গেল বাবুন বনাম অরূপ। গত বার বিওএ নির্বাচনে মুখ্যমন্ত্রীর দুই ভাইয়ের দ্বৈরথ দেখেছিল ময়দান। এ বার তা আরও জমজমাট হতে চলেছে। কারণ সেখানে লড়াইটা মমতার ছোটভাই বাবুন ও বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।

এই নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কমিশনার অজিত বন্দ্যোপাধ্যায়। যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বপন বন্দ্যোপাধ্যায়ের দাদা। বিওএ-র এই নজিরবিহীন নির্বাচনে বাবুনের বিরুদ্ধে অরূপের মতোই নেমে পড়েছেন অজিতও। অর্থাৎ বাবুনকে ছেঁটে ফেলতে চাইছেন অনেকেই। বাবুনের উপস্থিতিতেই বিওএ-র কার্যকরী সমিতির সভাতেই ঠিক হয়, অজিত নির্বাচন কমিশনার হবেন। বলা হচ্ছে সেই অজিত বন্দ্যোপাধ্যায় নাকি বিরোধীদের পক্ষে রয়েছেন। ৩৬টি অ্যাসোসিয়েশন এই নির্বাচনে অংশ নেবে। মোট ভোট ৬৮। বেঙ্গল অলিম্পিক সংস্থার এই নির্বাচনে আইএফএ-র প্রতিনিধি হয়ে ভোট দেবেন অজিত বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস। এখানে জুডো সংস্থার হয়ে ভোট দেবেন সুজিত বসু।

(Feed Source: hindustantimes.com)