WBCHSE HS Syllabus: ফের উচ্চ মাধ‍্যমিকের সিলেবাস বদল! বড় ঘোষণা সংসদের, কোন কোন বিষয়ে আসবে পরিবর্তন? এখনই জানুন

WBCHSE HS Syllabus:  ফের উচ্চ মাধ‍্যমিকের সিলেবাস বদল! বড় ঘোষণা সংসদের, কোন কোন বিষয়ে আসবে পরিবর্তন? এখনই জানুন

WBCHSE HS Exam Syllabus: বদল আসতে চলেছে উচ্চ মাধ‍্যমিকের সিলেবাসে। সিলেবাস তৈরীর এক বছরের মধ্যেই ফের সিলেবাসে বদল ও সংশোধনের কথা জানাল উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ।

ফের উচ্চ মাধ‍্যমিকের সিলেবাস বদল! বড় ঘোষণা সংসদের, কোন কোন বিষয়ে আসবে পরিবর্তন? এখনই জানুন

কলকাতা: বদল আসতে চলেছে উচ্চ মাধ‍্যমিকের সিলেবাসে। সিলেবাস তৈরীর এক বছরের মধ্যেই ফের সিলেবাসে বদল ও সংশোধনের কথা জানাল উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ। বাংলা, ইংরেজি, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মতো বেশ কয়েকটি বিষয়ের সিলেবাসে সামান‍্য সংশোধন হতে আসতে চলেছে। মাত্র এক বছরের মধ‍্যেই কেন এমন সিদ্ধান্ত নিল সংসদ?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত বোঝা বেড়ে যাওয়ায় এই সংশোধনের সিদ্ধান্ত সংসদের। তিনি জানালেন, ‘‘বিভিন্ন মহল থেকে একাধিক ফিডব্যাক আসছিল। আমরাও নিজেদের মতো করে পর্যালোচনা করছিলাম। তার ভিত্তিতেই সিলেবাসে বেশ কিছু সংশোধন ও সামান্য বদলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।’’

প্রসঙ্গত, চলতি শিক্ষা বর্ষ থেকেই নয়া সিলেবাসে পঠন পাঠন শুরু করেছেন একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা।সেই সিলেবাসের সমস্ত বিষয়ে না হলেও বেশ কয়েকটি বিষয়ে সামান‍্য বদল আনতে চলেছে উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ। তবে, শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলিতে বদল আসার কোনও সম্ভাবনা নেই।

সামনেই ২০২৪-এর উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। ইতিমধ‍্যেই প্র‍্যাকটিক‍্যা পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা।বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ২৭ তারিখে বোর্ডের তরফে সংশ্লিষ্ট সেন্টারগুলি থেকে উত্তরপত্র এবং প্রশ্নপত্র মিলবে। স্কুলগুলিকে ওই দিন সেগুলি সংগ্রহ করে নিতে হবে। ওই দিন গুলির মধ্যেই রাজ্যের সব স্কুলকে পরীক্ষা নিতে হবে।

(Feed Source: news18.com)