বক্স অফিসে হাঁড়ির হাল! এদিকে কোন কোন BJP রাজ্যে ট্যাক্স ফ্রি হল সবরমতী রিপোর্ট?

বক্স অফিসে হাঁড়ির হাল! এদিকে কোন কোন BJP রাজ্যে ট্যাক্স ফ্রি হল সবরমতী রিপোর্ট?

গত শুক্রবার মুক্তি পেয়েছে সবরমতী রিপোর্ট। গোধরা এক্সপ্রেসে আগুন ধরে যাওয়ার সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিক্রান্ত মাসের এই ছবি। বক্স অফিসে একেবারেই হাঁড়ির হাল অবস্থা ছবিটির। কিন্তু এদিকে ট্যাক্স ফ্রি করা হল সেটিকে একাধিক রাজ্যে।

কী ঘটেছে?

এদিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্রান্ত মাসের ছবি দ্য সবরমতী রিপোর্ট ছবিটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করেন তবে রাজ্যে। প্রসঙ্গত সম্প্রতি এই ছবিতে গোটা টিম তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁর জন্য লখনউতে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করাও হয়েছিল ২১ নভেম্বর। তারপরই এই ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ।

অন্যদিকে গুজরাটেও সবরমতী রিপোর্টকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক্স হ্যান্ডেলে এই কথা ঘোষণা করেছেন। কেবল গুজরাট বা উত্তর প্রদেশ নয়, ইতিমধ্যেই মধ্য প্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, রাজস্থানেও এই ছবিকে ট্যাক্স ফ্রি করা হয়েছে। বলাই বাহুল্য সব কটি রাজ্যই বিজেপি শাসিত।

সবরমতী রিপোর্ট ছবিটির বক্স অফিস কালেকশন

প্রথম থেকেই সবরমতী রিপোর্ট ছবিটি বক্স অফিসে একেবারে নড়বড়ে অবস্থা। মুক্তি পাওয়ার দিন থেকে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। প্রথম দিন ১.২৫ কোটি টাকা আয় করে। শনি এবং রবিবার সেই আয়ের পরিমাণ বেড়ে যথাক্রমে হয় ২.১ কোটি এবং ৩ কোটি টাকা। সোমবার আসতেই কমে আয়। সোমবার, মঙ্গলবার এবং বুধবার যথাক্রমে ছবিটি ১.১৫ কোটি, ১.১৩ কোটি এবং ১.৫৫ কোটি টাকা আয় করেছে। আর আপাতত যা হিসেব পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ ২১ নভেম্বর বক্স অফিসে ছবিটি ৭২ লাখ টাকার ব্যবসা করতে পেরেছে কেবল।

(Feed Source: hindustantimes.com)