IIT Kharagpur: ভাল বেতনে চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি, আবেদন করতে পারেন আপনিও!

IIT Kharagpur: ভাল বেতনে চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি, আবেদন করতে পারেন আপনিও!

অস্থায়ী চাকরির সুযোগ আইআইটি খড়গপুরে, এখনই আবেদন জানান।

প্রতীকী ছবি

পশ্চিম মেদিনীপুর: আপনার কি ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স রয়েছে? তবে আপনার জন্য চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুর। ভাল অঙ্কের বেতনে অস্থায়ী ভিত্তিতে চাকরির সুযোগ রয়েছে প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠানে। ইতিমধ্যেই সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, একটি বিশেষ প্রকল্পে কাজের জন্য চুক্তিভিত্তিক একজন কর্মী নিয়োগ করতে চলেছে আইআইটি খড়গপুর। অনলাইন মাধ্যমে দ্রুত আবেদন জানান এই পদের জন্য।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করবে আইআইটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Development of a 50kW DC Fast Charging Station for Electric Vehicles(CEV) এই বিশেষ প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ২১৫০০ টাকা বেতন দেওয়া হবে। তবে আবেদনকারীকে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্পটি স্পন্সর করেছে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ ৭ মাস। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পোস্টের জন্য। আবেদন জানানোর শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২৪। বয়সের সর্বোচ্চ সীমা ৩৬। মহিলা আবেদনকারী বাদ দিয়ে সকল আবেদনকারীকে ১০০ টাকা দিয়ে ফরম ফিলাপ করতে হবে।

কীভাবে আবেদন জানানো যাবে এই পদের জন্য? সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জব পজিশন এই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। লিংক: https://erp.iitkgp.ac.in/SricWeb/temporaryJobs.htm

রঞ্জন চন্দ