ইন্ডাস্ট্রিতে তেমন কোনও বন্ধু নেই, শ্বেতা বলেন, ‘বিশ্বাস করলেই ঠকে যাই!’

ইন্ডাস্ট্রিতে তেমন কোনও বন্ধু নেই, শ্বেতা বলেন, ‘বিশ্বাস করলেই ঠকে যাই!’

‘সিঁদুর খেলা’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করবেন তিনি। সৌজন্যে অভিজিৎ সেনে পরিচালিত নতুন ছবি ‘প্রজাপতি’। ছবিতে অভিনেতা দেবের বিপরীতে দেখা যাবে শ্বেতাকে। সব ঠিক থাকলে এই ছবি দিয়েই বড় পর্দায় ডেবিউ করবেন তিনি।

এর আগে একাধিক বাংলা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা। ‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ সহ সাতটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে অভিনয় করে টেলি দর্শকের মন জয় করেছেন।

দীর্ঘ কয়েক বছর ধরে টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করলেও, ইন্ডাস্ট্রিতে তেমন বিশেষ কোনও বন্ধু নেই অভিনেত্রীর। এমনটা কেন? সম্প্রতি এই নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন শ্বেতা। জানিয়েছেন, এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও তেমন কোনও বন্ধু বানাতে পারেননি তিনি। কারণ কাউকে বিশ্বাস করে বহুবার ঠকেছেন। বন্ধুত্ব নিয়েও জীবনে বেশ কিছু খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাই বিনোদন জগতে তেমন কাউকে বন্ধু হিসেবে বিশ্বাস করতে মনে ভয় ধরে গিয়েছে তাঁর।

শ্বেতার কথায়, ইন্ডাস্ট্রিতে বেশ খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এমন মানুষ দেখেছেন, যারা তাঁর সামনে তাঁর প্রশংসায় পঞ্চমুখ কিন্তু তাঁর পেছনে তাঁকে নিয়ে কটু কথা বলতে ছাড়ে না। তবে ইন্ডাস্ট্রিতে সৌমিতা, রাজা, শুভঙ্করের মতো দু-একজন বন্ধু রয়েছে নায়িকার। অভিনেত্রী বলেন, এমন অনেক মানুষ দেখেছেন যারা তাঁকে বলছে ভালোবাসে, পরমুহূর্তে তাঁদের স্বার্থে ঘা লাগলে সঙ্গে সঙ্গে নায়িকাকে অপছন্দ করতে শুরু করেন।

(Source: hindustantimes.com)