ভারতের Bajaj-Tvs-বাইকের রাজত্ব আফ্রিকায়, চিনা কোম্পানির দাপাদাপি বন্ধ

ভারতের Bajaj-Tvs-বাইকের রাজত্ব আফ্রিকায়, চিনা কোম্পানির দাপাদাপি বন্ধ

জানা গিয়েছে, গত আর্থিক বছরেও আফ্রিকার মোটরসাইকেল বাজারে প্রায় ৪০ শতাংশ দখল করে ছিল বাজাজ বক্সার। তা হলে বুঝতেই পারছেন, সেখানে ভারতীয় ব্র্যান্ড-এর মোটরসাইকেলের চাহিদা ঠিক কতটা! আফ্রিকায় ভারতের দুটি মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থার সার্ভিস বেশ ভাল। আর সেটাই তাদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেছে।

(Source: news18.com)