CBSE Board Exam Date Sheet 2025: cbse.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে দুটি পরীক্ষারই সম্পূর্ণ সূচি ডাউনলোড করে নিতে পারবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: ২০২৫ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করল সিবিএসই৷ আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা৷
দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে ফার্স্ট সাবজেক্ট ইংলিশ দিয়ে৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন থাকবে আন্ত্রেপ্রেনিওরশিপ৷
cbse.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে দুটি পরীক্ষারই সম্পূর্ণ সূচি ডাউনলোড করে নিতে পারবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা৷ সিবিএসই-র এই ওয়েবসাইটের হোম পেজে গিয়ে Main Website Link-এ ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে৷
সেই পেজেই ‘Date Sheet for Class X and XII for Board Examinations – 2025 (7.65 MB) 20/11/2024New_img’ লেখা একটি অপশন আসবে৷ তার উপর ক্লিক করলেই পিডিএফ ফরম্যাটে পরীক্ষার সূচি খুলে যাবে৷ এই পিডিএফ ইমেজটি ডাউনলোড করে নেওয়া যাবে৷
সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি
১৫ ফেব্রুয়ারি- ইংরেজি
২০ ফেব্রুয়ারি- বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি- সংস্কৃত
২৫ ফেব্রুয়ারি- সোশ্যাল সায়েন্স
২৮ ফেব্রুায়ারি- হিন্দি
১ মার্চ- পেইন্টিং
১০ মার্চ- গণিত
১৩ মার্চ- হোম সায়েন্স
১৮ মার্চ- কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইটি, এআই
(Feed Source: news18.com)