Mamata Banerjee Exclusive Interview: টিভিতে মমতার প্রিয় অভিনেতা কে? নিউজ18-এর সাক্ষাৎকারে অকপট মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Exclusive Interview: টিভিতে মমতার প্রিয় অভিনেতা কে? নিউজ18-এর সাক্ষাৎকারে অকপট মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Exclusive Interview: শত ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় পান না বললে, তা অত্যুক্তি হবে না। তবে বিনোদন জগতের সব খবরই রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রাজনীতির প্রাঙ্গনে তিনি সদাজাগ্রত। শত ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় পান না বললে, তা অত্যুক্তি হবে না। তবে বিনোদন জগতের সব খবরই রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিদুনিয়ার হালহকিকৎও তাঁর অজানা নয়। নিউজ18-এর সাক্ষাৎকারে উঠে আসে নানা বিষয়। সেখানেই আরও একবার উঠে তাঁর ধারাবাহিক দেখার প্রসঙ্গ।

ধারাবাহিক এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, সারা দিনের ব্যস্ততার পর রাতে তিনি ধারাবাহিক দেখার  এনার্জি কী ভাবে পান। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বলেন, “অনেক রাত পর্যন্ত জাগতে হয়৷ তখন এগুলো দেখি৷ শুধু মারপিট ভাল লাগে না৷ মারপিট দেখলেই চ্যানেল ঘুরিয়ে দিই৷ ইউটিউব, ফেসবুকও দেখি৷”

অম্বরীশের প্রশংসা করতেও ভোললেনি মমতা। অভিনেতা জানতে চান, মুখ্যমন্ত্রীর প্রিয় অভিনেতা কে? মমতা বলেন, “আমি কারও নাম নেব না। যার নামই বলব না, সে রেগে যাবে। তবে পছন্দের অভিনেতা অম্বরীশ৷ ও রোগা হয়েছে৷ এখন ছোটুর পার্ট করছে অম্বরীশ৷ আমার খুব ভাল লাগে৷”