হানি সিংয়ের জীবন নিয়ে ডকু-ফিল্ম, মুক্তি পাবে এই মাসেই- কোথায় দেখা যাবে ?

হানি সিংয়ের জীবন নিয়ে ডকু-ফিল্ম, মুক্তি পাবে এই মাসেই- কোথায় দেখা যাবে ?

Honey Singh Docu-Film: ‘ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস’ এই নামেই একটি ডকু-ফিল্ম মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। এই ডিসেম্বরেই মুক্তি পাবে এই তথ্যচিত্র। ভারতীয় জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের (Honey Singh) জীবন নিয়ে এই প্রথম কোনো তথ্যচিত্র মুক্তি পেতে চলেছে। জানা গিয়েছে আগামী ২০ ডিসেম্বর নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে (Honey Singh Docu-Film) মুক্তি পাবে এই ছবিটি।

এই ছবিটি পরিচালনা করেছেন মোজেস সিং, ছবিতে ধরা পড়েছে জনপ্রিয়তার শীর্ষে থাকা র‍্যাপার, হিপহপ শিল্পী হানি সিংয়ের জীবনের নানান অজানা কাহিনি, জীবনের উত্থান-পতন এবং নেশা-অবসাদের ভয়ঙ্কর পর্ব কাটিয়ে ফের জীবনের মূলস্রোতে ফিরে আসা। একেবারে বাস্তবের হানি সংকে তুলে ধরেছে এই তথ্যচিত্র। হানি সিংয়ের আসল নাম হিরদেশ সিং যার সম্পর্কে আসলে কোনো সংবাদপত্রে (Honey Singh Docu-Film) সেভাবে লেখা হয়নি। কীভাবে হিরদেশ সিং থেকে হানি সিং হিসেবে দ্রুত জনপ্রিয়তার শিখরে উঠলেন তিনি, কীভাবে ধীরে ধীরে একের পর এক সমস্যায় জর্জরিত হয়েও ফের নিজেকে ফেরালেন মূলস্রোতে, তা নিয়ে গল্প এগিয়েছে এই তথ্যচিত্রের।

এই তথ্যচিত্রটি (Honey Singh Docu-Film) প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা কপূর এবং অচিন জৈনের শিখায়া এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থা। এই দুই প্রযোজক একটি বিবৃতিতে জানিয়েছেন যে এই ‘ইয়ো ইয়ো হানি সিং : ফেমাস’ (Yo Yo Hoeny Singh: Famous) তথ্যচিত্রের মাধ্যমে একেবারে বাস্তবের খাঁটি হানি সিংকে তুলে ধরা হয়েছে। তাঁর নক্ষত্রের মত জনপ্রিয়তার শিখরে চড়া, তাঁর জীবনের কঠিন সংগ্রাম, আবার হিরদেশ সিং হিসেবে ফিরে আসা, সবই রয়েছে এই ছবিতে। স্টেজ নেমের বাইরে আসল মানুষটিকে আমরা কত কম জানি, তা এই ছবি করতে গিয়ে বোঝা গিয়েছে’।

তারা আরও জানিয়েছেন যে অস্কারের মঞ্চে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর সাফল্যের পরে তারা এমন একটি তথ্যচিত্র উপস্থাপন করতে পেরে খুবই খুশি। একজন সাচ্চা ‘দেশি কলাকার’-এর জীবন উঠে এসেছে এই ছবিতে। অনুরাগীরা এবং সমালোচকরাও এই ছবি দেখে হানি সিংয়ের জীবনকে ঘিরে উৎসাহিত হয়ে পড়বেন।

(Feed Source: abplive.com)