মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টালবাহানা চলছে। এরমাঝেই তা নিয়ে নিউজ18 বাংলায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টালবাহানা চলছে। এরমাঝেই তা নিয়ে নিউজ18 বাংলায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি নানা ভাবে বিভাজন তৈরি করে৷ এই নিয়ে অনেক ভুল ভ্রান্তি অনেকের কাছে রয়েছে ৷ আমি কারও নাম বলব না৷”
এরপরেই কার্যত নিজের মতামত ব্যক্ত করেন মমতা। তিনি বলেন,” মহারাষ্ট্রে তো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ দল ভেঙে যাদের নিয়েছে তাদের সমর্থনে চালাচ্ছে ৷ ব্যক্তিগত মতামত চাইলে বলব, এই সরকার টেঁকা মুশকিল আছে ৷ হয়তো এক বছর চলতে পারে ৷”
এরপরেই তিনি টেনে আনেন কিছু বছর আগে মহারাষ্ট্রে একইভাবে ঘটে যাওয়া মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াইয়ের কথা। তিনি বলেন, “মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী থাকাকালীন যে পরিস্থিতি হয়েছিল, আবার হতে পারে ৷ নিজের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে মানুষকে নেতৃত্ব দেবেন কী করে?” এইভাবেই প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।
(Feed Source: news18.com)