দ্বাদশে না থাকা বিষয়েরও পরীক্ষা দেওয়া যাবে কলেজের ভরতির সময়, CUET-তে নয়া নিয়ম

দ্বাদশে না থাকা বিষয়েরও পরীক্ষা দেওয়া যাবে কলেজের ভরতির সময়, CUET-তে নয়া নিয়ম

আগামী বছর থেকে CUET-UG পরীক্ষা শুধুমাত্র অনলাইনে হবে। এমনই জানালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জগদেশ কুমার। সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন,উচ্চমাধ্যমিক স্তরে যে বিষয় নেই, সেটিরও পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তরে যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন, সেটা CUET-UG (কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট- স্নাতক স্তর) পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে না।

একগুচ্ছ নিয়ম পরিবর্তন CUET-UG পরীক্ষায়

তবে শুধু সেই দুটি নয়, ২০২৫ সাল থেকে CUET-UG পরীক্ষার ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন হচ্ছে। ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, CUET-UG পরীক্ষার প্রক্রিয়া পর্যালোচনা করার জন্য এবং প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। সেই সুপারিশ মেনেই কয়েকটি পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।

CUET-UG পরীক্ষায় কী কী নিয়ম চালু হচ্ছে?

১) দ্বাদশ শ্রেণির যে বিষয় নিয়ে পড়াশোনা করে না থাকুক না কেন, CUET-র ক্ষেত্রে যে কোনও বিষয়ের পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা।

২) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে ৩৭টি বিষয়ের ক্ষেত্রে CUET-UG পরীক্ষা হবে। গতবার CUET-UG পরীক্ষায় বিষয়ের সংখ্যা ছিল ৬৩। ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, যে বিষয়গুলি পরীক্ষার তালিকা থেকে বাদ পড়েছে, সেগুলির ক্ষেত্রে ‘জেনারেল অ্যাপটিটিউড টেস্ট’-তে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে অ্যাডমিশন হবে।

৩) ২০২৫ সাল থেকে অনলাইনে হবে CUET-UG পরীক্ষা। অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) হবে।

৪) ২০২৫ সাল থেকে প্রার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। আগে সেই সংখ্যাটা ছিল পাঁচ।

৫) প্রতিটি পরীক্ষার জন্য ৬০ মিনিট বরাদ্দ থাকবে। অপশনাল বা বিকল্প প্রশ্ন আর থাকবে না। ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, এতদিন কোনও বিষয়ের পরীক্ষা হত ৪৫ মিনিটের। আবার কোনও বিষয়ের ক্ষেত্রে ৬০ মিনিট দেওয়া হত। এবার থেকে প্রতিটি বিষয়ের জন্য ৬০ মিনিট বরাদ্দ করা হবে। অপশনাল প্রশ্নের বিষয়টিও তুলে দেওয়া হচ্ছে। এবার থেকে বাধ্যতামূলকভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।

(Feed Source: hindustantimes.com)