বস্তা ভরা ১০ টাকার কয়েন, ছ‘ লক্ষ টাকার গাড়ি করে ফেললেন পছন্দ, তারপর…

বস্তা ভরা ১০ টাকার কয়েন, ছ‘ লক্ষ টাকার গাড়ি করে ফেললেন পছন্দ, তারপর…

#কোয়েম্বাটুর: মানুষের কাছে টাকা পয়সার মূল্য অপরিসীম৷ তবে এখন মানুষ কয়েন রাখার চেয়ে নোট রাখতেই বেশি ভালবাসেন৷ কারণ কয়েনের ওজন অনেক হয় ফলে ওয়ালেটে তা খুব বেশি রাখাও যায় না৷ আবার খুব ভারিও হয়ে যায় পার্স৷ কিন্তু একজন ব্যক্তি এই পথে হাঁটার ধার ধারেন না৷ লোকে যেখানে ফেরতেও কয়েন নিতে চায় না সেখানে তিনি কয়েনেই লক্ষ লক্ষ টাকা জমিয়ে ফেলেছেন! তাঁর এই কয়েন জমানোর খবর সবেগে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়৷ এই ব্যক্তি কোয়েম্বাটুরের বাসিন্দা৷ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল নিউজ তিনি৷ এই ব্যক্তি ১০ টাকার হাজারা হাজার কয়েন নিয়ে ৬ লক্ষ টাকার গাড়ি কিনতে শোরুমে পৌঁছে যান৷ এই পুরো টাকাটাই তিনি ১০ টাকার কয়েনেই ছিল!

ভাইরাল নিউজ তামিনাড়ুর ধর্মপুরীর৷ ১০ টাকার কয়েন  দিয়ে গাড়ি কেনার ব্যক্তির নাম বেত্রিবেল৷ তিনি অরুরের বাসিন্দা৷ তিনি দশ টাকার কয়েন বিভিন্ন বস্তায় ভরে গাড়ির শোরুমে পৌঁছন৷ তা দেখে শোরুমের কর্মচারীদের হুঁশ উড়ে যায়৷ বেত্রিবেল এই কাজ করার পিছনে কারণও বলেছেন৷

বেত্রিবেল  বলেছেন তিনি একটি স্কুল এবং একটি মেডিকেল স্টোর চালান৷ তাঁর মাও একটি ছোট দোকান চালান৷ l তাই প্রচুর মানুষ তাঁদের ১০ টাকা করে দেন৷ অনেকেই এভাবে খুচরোতে টাকা দেন৷ অনেক সময়েই আবার কেউ খুচরোতে কয়েন ফেরত নিতে চান না৷ এভাবেই তাঁদের কাছে দিনের পর দিন দশ টাকার কয়েন জমতে থেকেছে৷ বেত্রিবেল বলেছেন এই কারণেই এভাবে টাকা জমেছে তাঁদের৷

ব্যাঙ্কও এভাবে খুচরোর বদল দিতে অস্বীকার করেছে

বেত্রিবেল জানিয়েছেন তিনি এভাবে জমানো খুচরো নিয়ে সেখানেও গিয়েছিলেন সেখানেও তাঁর এই খুচরো ফেরত নিয়ে টাকা দিতে অস্বীকার করা হয়৷ প্রতিবেশীদের ছোটরাও তাঁদের এই খুচরো নিয়ে খেলা করে৷ তাদের যখন জিজ্ঞাসা করা হয় কেন এই টাকা নিয়ে খেলা  করছে তখন তারা বলে তাদের বাবা-মা জানিয়ে দিয়েছে এগুলো নিয়ে তারা খেলতেই পারে এগুলো কোনও কাজের নয়৷

শোরুমের মালিকও জানিয়ে দেন এভাবে তাঁরা টাকা নেব না

বেত্রিবল প্রায় এক মাস ধরে সমস্ত কয়েন এক করেন৷ তারপর গাড়ি কিনতে শোরুমে পৌঁছে যান৷ সেখানে গিয়ে প্রথমে তিনি গাড়ি পছন্দ করেন৷ তারপর শোরুম মালিককে কয়েনে গাড়ি কেনার টাকা দেবেন বলে জানান৷ প্রথমে দোকানদার রাজি হননি, কিন্তু পরে তিনি রাজি হয়ে যান এভাবে টাকা নিতে৷

বেত্রিবেল বলেন গাড়িতে কয়েন ভরে শোরুমে পৌঁছন৷ গাড়ি কিনতে তিনি বস্তা ভর্তি কয়েন খোলেন৷ গাড়ির শোরুমের কর্মচারীরা সকলেই অবাক হয়ে যান৷ তিনি প্রমাণ করে দেন দশ টাকার কয়েন অচল নয়৷

Published by:Debalina Datta

(Source: news18.com)