পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরার ! বিজেপির শাসন হার মানিয়েছে ২৫ বছরের সিপিএমকে, বললেন অভিষেক

পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরার !  বিজেপির শাসন হার মানিয়েছে ২৫ বছরের সিপিএমকে, বললেন অভিষেক

সিপিএম-এর শাসনকে হার মানিয়েছে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, গত ৫ বছরে বিজেপির অত্যাচার আগেকার ২৫ বছরের সিপিএম-এর শাসনকে হার মানিয়েছে। অভিষেকের অভিযোগ সংবাদ মাধ্যমও বিজেপির আক্রমণের মুখে। তিনি বলেন, বিজেপি বিরোধী ভোট তৃণমূলকেই দিন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণসম্পাদক হিসেব দিয়ে বলেন ১০০ শতাংশের মধ্যে ৪০ শতাংশ যদি বিজেপি পায় আর বাকি ভোট যদি তৃণমূল, কংগ্রেস, সিপিএম, ত্রিপুরা মাথা ভাগ করে নেয়, তাহলে বিজেপিরই লাভ।

ত্রিপুরায় বেকারত্বের হার ১৮%

ত্রিপুরায় বেকারত্বের হার ১৮%

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বেকারত্বে ত্রিপুরা একনম্বরে। সেখানে বেকারত্বের হার ১৮%। তিনি দাবি করেন বাংলায় বেকারত্বের হার মাত্র ৪ শতাংশ। তিনি বলেন, নামেই স্মার্ট সিটি সামান্য বৃষ্টিতেই জলে ডুবে যায়। যার জন্য ১৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই টাকা গেল কোথায়।তিনি এনসিআরবির রিপোর্টের কথা উল্লেখ করেন। যেখানে উত্তর-পূর্বের রাজ্যগুলিরে মধ্যে ত্রিপুরায় সব থেকে বেশি রাজনৈতিক সন্ত্রাসের কথা বলা হয়েছে। রবিবার রাতে কংগ্রেস প্রার্থী সমীর রায় বর্মনের ওপরে হামলার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি ওই ঘটনার নিন্দা করে
বলেন, দলে প্রার্থী পান্না দেবের ওপরেও হামলা হয়েছে।

ত্রিপুরায় মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল

ত্রিপুরায় মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি সেখানে তৃণমূল কর্মীদের নামে ভুয়ো মামলা করেছে। তবে তৃণমূল সেখানে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে বলে জানিয়েছেন তিনি। অভিষেক বলেন,সেখানে লড়াই তৃণমূল বনাম বিজেপি নয়, ত্রিপুরার জনগণ বনাম বিজেপি। ত্রিপুরা প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে বলেও দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যত দিন যাচ্ছে বহু মানুষ তাদের সংগঠনে যুক্ত হচ্ছেন বলে দাবি করেছেন অভিষেক।

রাজনৈতিক কর্মসূচিতে বাধা এবং গুণ্ডাবাহিনীর দাপাদাপি সত্ত্বেও তৃণমূল মেরুদণ্ড বিক্রি করবে না বলে জানিয়ে দেন তিনি। তাঁর দাবি সিপিএম, কংগ্রেস লড়াইয়ে কেউ নেই, শুধু রয়েছে তৃণমূল কংগ্রেস।

২০১১-২০১৬-র থেকে পার্থক্য

২০১১-২০১৬-র থেকে পার্থক্য

ত্রিপুরায় তৃণমূলের সংগঠন পুরনো হলেও, সেখানে তারা এতদিন সুবিধা করতে পারেনি। এব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ এবং ২০১৬-র থেকে বর্তমান তৃণমূলের পার্থক্য রয়েছে। সেই কারণে প্রবল বাধাতেও আগরতলার পুর কর্পোরেশনের নির্বাচনে
তৃণমূল ২০ শতাংশের বেশি ভোট পেয়েছে। আর বাধা না পেলে তৃণমূলের ভোট বাড়ল বলেও দাবি অভিষেকের।

(Source: oneindia.com)