বয়স মাত্র ১৭। ইংল্যান্ডের টিনএজার লেগ-স্পিনার এখনই যতটা সম্ভাবনা দেখাচ্ছেন, তাতে ভবিষ্যতের মহাতারকা হয়ে ওঠার সব রসদ চোখে পড়ছে রেহান আহমেদের মধ্যে।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের লেগ-স্পিনার রেহান আহমেদ ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে কার্যত একার হাতে কাত করলেন ডারহ্যামের ব্যাটিং লাইনআপকে। চার উইকেট নিয়ে তিনি একতরফা জয় এনে দেন লেস্টারশায়ারকে।
বিশেষ করে নেড ও অ্যান্ড্রু টাইকে যে দু’টি গুগলি ডেলিভারিতে বোল্ড করেন রেহান, ক্রিকেটপ্রেমীদের কাছে তা খাঁটি সোনা হিসেবেই বিবেচিত হতে পারে। দু’টি ডেলিভারির কোনও কুলকিনারা খুঁজে পাননি ব্যাটসম্যানরা।
চেস্টার-লে-স্ট্রিটে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে লেস্টারশায়ার। তারা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। ৩৩ বলে ৫৪ রান করেন উইয়ান মাল্ডার। এছাড়া নিক ৩৭ ও ঋষি প্যাটেল ২২ রান করে আউট হন। ৩৮ রানে ৫ উইকেট নেন অ্যান্ড্রু টাই।
পালটা ব্যাট করতে নেমে ডারহ্যাম ১৬.৪ ওভারে ১০৬ রানে অল-আউট হয়ে যায়। পল কাফলিন ২২ রান করেন। অ্যাস্টন টার্নার করেন ১২ রান। রেহান ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন মাল্ডার। লেস্টার ৫১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে
।
(Source: hindustantimes.com)