তৎপর নবান্ন! ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা লোন পেল ৮০০ কোটি

তৎপর নবান্ন! ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা লোন পেল ৮০০ কোটি

#কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের লোন দিতে আরও গতি আনতে চাইছে নবান্ন। মঙ্গলবার রাজ্যজুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার বিষয়টি দ্রুত করার জন্য মোবিলাইজেশন ক্যাম্প করছে উচ্চ শিক্ষা দফতর। মূলত এই মোবিলাইজেশন ক্যাম্পে ব্যাঙ্কগুলির প্রতিনিধিরা থাকবেন। এই ক্যাম্পে ছাত্রছাত্রীরা লোন পাওয়ার সুবিধা পাবে বলেই সূত্রের খবর। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, ক্যাম্পগুলোতে ৭ থেকে ৭৫০০ পড়ুয়াকে আনার টার্গেট করছে।

 এর আগেও একাধিক মোবিলাইজেশন ক্যাম্প করেছে রাজ্য। শুধু তাই নয়,স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার গতি বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২৮৫০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া হয়েছে। যার ঋণের পরিমাণ ৮০০ কোটির কাছাকছি। পাশাপাশি আরও ১৪৩০০ জন পড়ুয়ার লোন মঞ্জুর করা যেতে পারে তা ইতিমধ্যেই উচ্চশিক্ষা দফতর  ব্যাঙ্কগুলিকে জানিয়েছে৷ তার ঋণের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। সে ক্ষেত্রে নবান্ন আশা করছে,  এক মাসের মধ্যে ব্যাঙ্ক অনুমোদন করে দিলে  শিক্ষাবর্ষের শুরুতেই অনেক পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পেয়ে যাবেন।

ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক স্তরের ফল প্রকাশ হয়ে গেছে। শীঘ্রই কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। নবান্ন মনে করছে ভর্তির প্রক্রিয়া শুরু হলেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনকারীর সংখ্যা প্রচুর বাড়বে। সে ক্ষেত্রে ইতিমধ্যেই যে আবেদনগুলো হয়ে আছে সেগুলি দ্রুত মঞ্জুর করাতে চাইছে রাজ্য। পুরনো আবেদনগুলো দ্রুত মঞ্জুর হয়ে গেলে নতুন আবেদন গুলিকেও দ্রুত যাতে মঞ্জুর করানোর ব্যাপারে এগনো যাবে বলে মনে করছে নবান্নের শীর্ষ মহল। ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একাধিকবার ব্যাঙ্কগুলোর সঙ্গে বৈঠকে বসেছে উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বর্তমানে প্রায় বেশিরভাগ ব্যাংকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের লোন দেওয়ার পরিষেবাতে যুক্ত হয়েছে। এবার তাই লক্ষ্যমাত্রা স্থির করেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার পথে হাটতে চায় নবান্ন।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Rachana Majumder

(Source: news18.com)