ISL 2024-25: সাফল্যের খোঁজে মেহরাজের হাত ধরল মহমেডান, চাপ বাড়ল চের্নিশভের উপর

ISL 2024-25: সাফল্যের খোঁজে মেহরাজের হাত ধরল মহমেডান, চাপ বাড়ল চের্নিশভের উপর

ফের মহমেডান স্পোর্টিং‌ ক্লাবে ফিরতে চলেছেন মেহরাজউদ্দিন ওয়াডু‌। মহমেডান স্পোর্টিং‌য়ে নতুন ভূমিকায় ফিরছেন তিনি। আসলে মহমেডান স্পোর্টিং‌য়ে সহকারী কোচের ভূমিকায় ফিরলেন মেহরাজউদ্দিন ওয়াডু‌। মহমেডানের সিনিয়র দলে আন্দ্রে চের্নিশভের ডেপুটি হিসাবে কাজ করবেন মেহরাজউদ্দিন ওয়াডু‌। এর আগে বহু প্রত্যাবর্তন দেখেছে কলকাতা ময়দান। সোমবার আরও এমন একটি উদাহরণের সাক্ষী থাকল কলকাতা ময়দান।

আইএসএলে‌ মহমেডান স্পোর্টিং‌ ক্লাবে আন্দ্রে চের্নিশভের ডেপুটি হিসাবে কাজ করবেন মেহরাজ। ক্লাবের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আসলে বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে মহমেডান স্পোর্টিং‌ ক্লাব মেহরাজকে ফেরাতে চলেছে। কর্তাদের সঙ্গে তাঁর আলোচনা পর্বের চূড়ান্ত পর্যায়ে ছিল। অবশেষে মেহরাজকে দলে নিয়ে আসা হল। এই পদক্ষেপের মাধ্যমে মহমেডান কর্তারা চের্নিশভের ওপর চাপ বাড়াল।

আইএসএলের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটেতে হেরেছে মহমেডান স্পোর্টিং‌, এবং একটা ড্র করেছে তারা। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্স নিয়ে খুশি নয় ইনভেস্টর থেকে কর্তারা। কোচের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হচ্ছিল। ক্লাবের কর্তারাও চাপে ছিলেন, চাপ বাড়ছিল কোচ ও ফুটবলারদের উপর। তবে এর পরেও খেলার ফলে কোনও পরিবর্তন দেখা যাচ্ছিল না। মুম্বই ম্যাচ না জিততে পারলে চের্নিশভের পদত্যাগ করার একটা খবর ঘুরছিল ময়দানে। সেটা অবশ্য হয়নি।

এরপরেই সহকারী কোচ হিসেবে মেহরাজউদ্দিন ওয়াডু‌কে চের্নিশভের সঙ্গে জুড়ে দেওয়া হল। যার ফলে রুশ কোচের ওপর চাপ আরও বাড়ল ক্লাব। মহমেডানের পরের ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। তারপর ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে খেলবে তারা। এই দুই ম্যাচে দল জয়ে না ফিরলে, কোচের পদ খোয়াতে পারেন চের্নিশভ। মেহরাজের যোগ দেওয়া তেমন বার্তাই দিচ্ছেন ক্লাবের কর্তারা। প্রসঙ্গত, আগের বছর কলকাতা লিগে মহমেডানের কোচ ছিলেন মেহরাজ। তাঁর কোচিংয়ে যথেষ্ট ভালো খেলেছিল দল। কিন্তু মাঝপথে তাঁকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়। তবে আবার প্রাক্তনীর দ্বারস্থ হতে হল মহমেডানের কর্তাদের।

অতীতে মেহরাজের তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল সাদা-কালো ব্রিগেড।‌ তাঁর হাত ধরেই খাদের কিনাড়া থেকে ঘুরে দাঁড়িয়েছিল মহামেডান। কিন্তু পরবর্তীতে তাঁকে সরিয়ে রাশিয়ান কোচের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তবে এবার আন্দ্রে চের্নিশভের সহকারী হিসেবে যোগ দিলেন মেহরাজ। এখন দেখার মহামেডান স্পোর্টিং ক্লাব চলতি ইন্ডিয়ান সুপার লিগে কীভাবে ঘুরে দাঁড়ায়।

(Feed Source: hindustantimes.com)