Mohun Bagan vs FC Goa: এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের

Mohun Bagan vs FC Goa: এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের

Mohun Bagan vs FC Goa: ভাল খেললেও একাধিক গোলের সুযোগ নষ্ট, গোয়ায় হারতে হল মোহনবাগানকে।

এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের

ফতোরদা: আইএসএলে টানা বেশ কয়েকদিন অপরাজিত থাকার পর অবশেষে থামল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে হারতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে৷ গোয়ার হয়ে দুটি গোল করেন ব্রাইসেন৷ মোহনবাগানের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন পেত্রাতোস৷

মোহনবাগান খুব যে খারাপ খেলেছে তা নয়, তবে ভাগ্য আজকে তাদের সঙ্গে ছিল না৷ পরিসংখ্যান বলে, বল পজিশন থেকে সঠিক পাস, সবকিছুতেই গোয়ার থেকে গোটা ম্যাচে এগিয়ে ছিল তারা৷ তারপরও হার৷ এক কথায় বলা ভাল, মলিনার হাতে তৈরি সাজানো বাগানো একাই ছারখার করে দিলেন গোয়ার এক অজানা উঠতি প্রতিভা৷ নাম  ব্রাইসেন ফার্নান্ডেজ৷ ম্যাচের ফল ২-১৷ দুটো গোলই এই ব্রাইসেনের৷

ম্যাচের আগে থেকেই গরম গরম আওয়াজ আসছিল গোয়া শিবির থেকেই৷ এটাই যে, মোহনবাগানকে দেখে নেবে, তারা জিতবে৷ নেহাৎ কথার কথা ছিল না৷ ঘরের মাঠে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলতে থাকে গোয়া৷ ম্যাচের প্রথম গোলটি আসে ১২ মিনিটের মাথায়৷ বাগান বক্সের ঠিক বাইরে থেকে শট নেন ব্রাইসেন৷ দুর্ভাগ্য বলটি অলড্রেডের পায়ে লেগে গতিপথ বদলে গোলে ঢুকে যায়৷ বাগান গোলরক্ষক বিশালের দেখা ছাড়া কিছু করার ছিল না৷

এক গোলে পিছিয়ে থাকা মোহনবাগান দ্বিতীয়ার্ধে প্রবল ভাবে খেলায় ফেরে৷ তাদের একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ছিল গোয়া রক্ষণে৷ এসবের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে  মোহনবাগানকে সমতায় ফেরাল পেত্রোতোস৷ ভাগ্য সহায় থাকলে মোহনবাগান জিতেও যেতে পারত। সাহালের দূরপাল্লার একটি শট ভালো সেভ করেন গোয়া গোলকিপার৷ সহজ সিটার মিস করেন পেত্রাতোস, ম্যাকলারেন৷

তবে গোল শোধ করলেও লাভ হয়নি৷ ফের গোয়ার ধাক্কা মোহনবাগান রক্ষণে৷ বোরহার সাজানো ভাসানো বল জোড়াল হেডে জালে জড়িয়ে দেন সেই ব্রেসইসেন৷ এবার বিশালের কিছু করার ছিল না৷ গোলের সময় মোহন রক্ষণও এক লাইনে দাঁড়িয়ে ছিল৷ যা চিন্তায় ফেলতে পারে মোলিনাকে৷

এরপরেও দুই দল বেশ কিছু সুযোগ পেয়েছিল৷ তবে সাদিকু হোক বা দিমি বা ম্যাকলারেন, কেউ কাজে লাগাতে পারেননি৷