বাংলাদেশঃ মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

বাংলাদেশঃ   মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-রাজশাহী-রংপুর রেল রুটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে রংপুর বিভাগের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রাজশাহীর সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের লোকো মাস্টার (চালক) আহত হন।

মির্জাপুর ট্রেন স্টেশনের লাইনম্যান লিটন মিয়া জানান, চট্টগ্রাম গুপ্তখাল থেকে রংপুর ডিপো রেল স্টেশনে তেলবাহী ট্যাংক লড়ি ইঞ্জিন তেল নিয়ে রংপুর যাচ্ছিল। ট্যাংক লড়িটি মির্জাপুর স্টেশনের কাছাকাছি গেলে লোকো মাস্টার সিগন্যাল অমান্য করে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্যাংক লড়িটি ল্যাইনচ্যুত হয়ে সামনের ইঞ্জিনসহ উল্টে খাদে পড়ে যায়। ফলে উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশসহ আশপাশের লোকজন উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খাদে পড়ে যাওয়া ট্যাংক লড়িটি উদ্ধার হয়নি।

এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার মো: কামরুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ট্যাংক লড়িটির উদ্ধারের কাজ চলছে। ট্যাংক লড়ির লোকো মাস্টার আহত হয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। এতে রংপুর বিভাগের সাথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

(Source: sunnews24x7.com)