Allu Arjun: বিশ্বজুড়ে ১৬ দিনে ১৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। বক্স অফিসে দারুণ হিট এই ছবি। ইতিমধ্যে ছবির প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে অল্লু অর্জুন। তবে এরই মধ্যে এই ছবির ওটিটিতে (Pushpa 2) মুক্তি পাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা নিয়েই ছবির টিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি আপডেট দেওয়া হয়েছে, বলা হয়েছে ঠিক কবে ওটিটিতে (Pushpa 2 OTT Release) মুক্তি পাবে এই ছবি। এই শুক্রবার প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে অনুরাগীদের উদ্দেশে এই তথ্য জানানো হয়েছে। কবে ওটিটিতে আসছে ‘পুষ্পা ২’ ?
ওটিটিতে দেখা যাবে ‘পুষ্পা ২’ ?
প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজের পক্ষ থেকে টুইট করা হয়েছে, ‘চারদিকে পুষ্পা ২ দ্য রুলের ওটিটি মুক্তির কথা বলা হচ্ছে। এই বিশাল ছুটির মরশুমে এই ছবি কেবলমাত্র বড় বড় প্রেক্ষাগৃহের পর্দায় উপভোগ করুন। ৫৬ দিনের আগে এই ছবি ওটিটিতে আসার কোনও সম্ভাবনা নেই। সারা বিশ্বজুড়ে ওয়াইল্ড ফায়ার পুষ্পা কেবল প্রেক্ষাগৃহেই চলছে’।
অনুরাগীদের প্রতিক্রিয়া
এই পোস্টের কমেন্টে এক অনুরাগী লিখেছেন, ‘পুষ্পা ২ দ্য রুল কেবলমাত্র বিগ স্ক্রিনের অভিজ্ঞতাই দাবি করে। এই বুনো আগুনকে বাঁচিয়ে রাখুন’। অন্য আরেক অনুরাগী লেখেন, ‘৫৬ দিনের আগে এটি কোনো ওটিটিতে দেখা যাবে না, চমৎকার সিদ্ধান্ত’। জনৈক নেটিজেন মৈত্রী মুভিজের এই পোস্টের কমেন্টে লেখেন, ‘দারুণ সিদ্ধান্ত। ওটিটি মুক্তির আগে অনেক দিনের ব্যবধান থাকুক’। আবার একজন দর্শক অনুরাগী লিখেছেন যে, এই বড়দিন উপলক্ষ্যে পুষ্পা ২-এর নতুন ভার্সন মুক্তি পাবে যেখানে অতিরিক্ত ১৮ মিনিটের ফুটেজ থাকবে। ২৫ ডিসেম্বর এই ভার্সন মুক্তি পাবে’।
২০২১ সালে তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। তারপর এই বছর ৫ ডিসেম্বর হিন্দি, তামিল, কন্নড়, মলয়ালম, বাংলা ভাষায় মুক্তি পেয়েছে এই ছবির সিকোয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। ইতিমধ্যেই ছবিটি ১০০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। আমির খানের ‘দঙ্গল’, প্রভাসের ‘বাহুবলী ২’, এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’-এর সঙ্গে এক সারিতে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা ২’। দক্ষিণী পরিচালক সুকুমারের পরিচালনায় মৈত্রী মুভিজের প্রযোজনায় মুক্তি পেয়েছে এই ছবি।
(Feed Source: abplive.com)