অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে বিপুল নিয়োগ, আজই আবেদন করুন

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে বিপুল নিয়োগ, আজই আবেদন করুন

#নয়াদিল্লি: সম্প্রতি তামিলনাড়ুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (All India Institute of Medical Science) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

AIIMS Madurai Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৮ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

AIIMS Madurai Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।প্রফেসর: ২০টি পদ
অ্যাডিশনাল প্রফেসর: ১৭টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর: ২০টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৩৭টি পদ
প্রাথমিক ভাবে প্রার্থীদের রামনাথপুরম সরকারি মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হবে এবং পরে অন্যত্র স্থানান্তরিত করা হবে।
প্রার্থীদের এই ইমেল আইডির aiimsmadurai.fac@gmail.com মাধ্যমে আবেদন করতে হবে।

AIIMS Madurai Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে/ অনলাইনে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যদি কোনও ভাবে আবেদনকারীর সংখ্যা বেশি হয় তবে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। এর পর স্থায়ী নির্বাচন কমিটির মাধ্যমে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে মাদুরাই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement_3.pdf করে দেখতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তামিলনাড়ু (All India Institute of Medical Science)

পদের নাম প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা ৯৪
কাজের স্থান তামিলনাড়ু
কাজের ধরন নিয়মিত
নির্বাচন পদ্ধতি ইন্টারভিউ
আবেদন শুরু তারিখ বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ১৮.০৭.২০২২

AIIMS Madurai Recruitment 2022: আবেদন ফি

UR/OBC/EWS বর্গের প্রার্থীদের ১৫০০ টাকা আবেদন ফি এবং SC/ST বর্গের প্রার্থীদের জন্য ১২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। PwBD প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে।

Published by:Rukmini Mazumder

(Source: news18.com)