ন্যাশনাল হেলথ মিশনে অফিসার, নার্স ও অন্য পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ২৭ জুন

ন্যাশনাল হেলথ মিশনে অফিসার, নার্স ও অন্য পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ২৭ জুন

#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল হেলথ মিশনের (National Health Mission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিকেল অফিসার, স্টাফ নার্স এবং এমপিডব্লিউ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল হেলথ মিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

NHM Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ জুন, ২০২২ তারিখের সন্ধ্যা ৬টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

NHM Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল হেলথ মিশন (National Health Mission)

পদের নাম মেডিকেল অফিসার, স্টাফ নার্স এবং এমপিডব্লিউ
শূন্যপদের সংখ্যা ১৫৯
কাজের স্থান ভারত
কাজের ধরন চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ২৭.০৬.২০২২

NHM Recruitment 2022: আবেদন ফি

জেনারেল ক্যাটাগরি- ১৫০ টাকা
সংরক্ষিত বিভাগ- ১০০ টাকা
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে

NHM Recruitment 2022: বয়সসীমা

জেনারেল ক্যাটাগরি- বয়সের উর্ধ্বসীমা ৩৮ বছর
সংরক্ষিত বিভাগ- বয়সের উর্ধ্বসীমা ৪৩ বছর
মেডিকেল অফিসার পদে আবেদনের জন্য বয়সের উর্ধ্বসীমা ৭০ বছর। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

NHM Recruitment 2022: আবেদনের যোগ্যতা

মেডিকেল অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
স্টাফ নার্সের জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি, জেনারেল নার্সিং কোর্স করা থাকতে হবে।
এমপিডব্লু– পুরুষ আবেদনকারী প্রার্থীদের এইচএসসি (HSC) সার্টিফিকেট থাকতে এবং প্যারামেডিক্যাল বেসিক ট্রেনিংপ্রাপ্ত হতে হবে।

NHM Recruitment 2022: আবেদন পদ্ধতি

NHM-এর অফিসিয়াল ওয়েবসাইটে nagpurzp.com গেলে ডান দিকে উল্লিখিত পদের বিজ্ঞাপনটি চোখে পড়বে।
ওই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
আবেদন ফি জমা দিতে হবে।
প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে।
ভবিষ্যতের জন্য একটি কপি প্রিন্ট করিয়ে নিতে হবে।

(Source: news18.com)