
দেব তো দেব-ই! সাফল্যের চূড়ায় থেকেও তাঁর পা মাটিতে। কোন-ও অ্যাটিট্যুড নেই, নেই কোনও স্টারসুলভ হাবভাব। তাই তো দোকনের বাইরে ফুটপাতে বসে থাকা দীনদরিদ্র এক বয়স্ক মহিলা দেবের চোখ এড়াল না। তিনি তাঁর হাতেও তুলে দিলেন এক বাক্স মিষ্টি
কলকাতা: দেবের ছবি ‘খাদান’ বিপুল সাড়া ফেলেছে বক্স-অফিসে। বছরশেষে দেবের উপহারে মজেছে সিনেপ্রেমীরা। ছবির সাফল্যে খুশিতে ডগমগ নায়ক-ও। এবার সেই আনন্দেই দেবকে দেখা গেল উত্তর কলকাতার কিংবদন্তী মিষ্টির দোকান ‘গিরীশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী’ থেকে মিষ্টি কিনতে। রীতিমতো ভিড় ঠেল ৩ বাক্স মিষ্টি কিনলেন হিরো, অনুরাগীদের আব্দার মিটিয়ে তুললেন সেলফি-ও।
দেব তো দেব-ই! সাফল্যের চূড়ায় থেকেও তাঁর পা মাটিতে। কোন-ও অ্যাটিট্যুড নেই, নেই কোনও স্টারসুলভ হাবভাব। তাই তো দোকনের বাইরে ফুটপাতে বসে থাকা দীনদরিদ্র এক বয়স্ক মহিলা দেবের চোখ এড়াল না। তিনি তাঁর হাতেও তুলে দিলেন এক বাক্স মিষ্টি।
কিন্তু কড়া ডায়েটে থাকা দেব কি ৩ বাক্স মিষ্টি কিনলেন নিজের জন্য? না কখনওই নয়! তিনি গাড়িতে বসে বড়জোর ১-২ পিস মিষ্টি চাখলেন! বাকি মিষ্টি ‘খাদান’-এর পরিচালক সুজিত দত্ত রিনোর জন্য। গতকাল ছিল তাঁর জন্মদিন। দেবের কথায়, ” এত ভাল একটা ছবি উপহার দিলে, তোমায় উত্তর কলকাতার একটা ভাল জিনিস খাওয়াব।” সুজিতের জন্যই উত্তর কলকাতার ১৮০ বছর বয়সী দোকান থেকে মিষ্টি কিনতে ছুটলেন দেব।
গোটা ঘটনার ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর শুরুতেই দেখা যায় গাড়িতে বসে দেব আর সুজিত দত্ত রিনো। স্টার থিয়েটার ঘুরে একই গাড়িতে ফিরছিলেন দেব আর সুজিত। ফিরতি পথে সুজিতকে মিষ্টি খাওয়ানোর জন্য নকুরে যান দেব।