বাংলাদেশঃ পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন

বাংলাদেশঃ   পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: পদ্মা সেতু ও এর আশে পাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানার উদ্বোধন করেন।

এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন নবনির্মিত পদ্মা সেতুর উত্তর থানায় আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, জেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ সুধিজন ও সাংবাদিকবৃন্দ।

অপরদিকে শরিয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ থানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অনেকে।

চারতলা বিশিষ্ট থানা দুটির নির্মান করতে ব্যায় করা হয়েছে ৩৬ কোটি টাকা। ইতিমধ্যেই থানা দুটিতে একজন করে ওসি, দুজন এসআই, তিনজন এএসআই ও বিশ জন করে কনেষ্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেড কোয়াটার। পদ্মা উত্তর থানা সেতুর নিরাপত্তা ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নের জনগনের জন্য সার্বিক নিরাপত্তার দেবে। অন্যদিকে পদ্মা সেতু দক্ষিণ থানা শরিয়তপুরের জাজিরার পূর্ব ও পশ্চিম নাওডুবার জনগনকে আইনি সহয়তা করবে।

(Source: sunnews24x7.com)