
নয়াদিল্লি: এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। ২০জনের নাম নিয়ে আলোচনা হয়েছে, জানালেন জেপি নাড্ডা। তারপরেই দ্রৌপদী মুর্মুর নামে সিলমোহর। ওড়িশার মন্ত্রী ছিলেন দ্রৌপদী মুর্মু। দলিতের পর রাষ্ট্রপতির নির্বাচনে এই প্রথম আদিবাসী প্রার্থী। পেশায় শিক্ষিকা ছিলেন দ্রৌপদী মুর্মু।
রাজনৈতিক কেরিয়ার:
২০০৪: ওড়িশার রাইরঙ্গপুর থেকে বিজেপি বিধায়ক হন দ্রৌপদী
২০০৬: ওড়িশা বিজেপির তফশিলি মোর্চার সভাপতি হন দ্রৌপদী
২০০৭: সেরা বিধায়ক হিসেবে পুরস্কৃত করে ওড়িশা বিধানসভা
নাম ঘোষণা করেই বিরোধীদের দিকে আক্রমণ শানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘ভেবেছিলাম সবাই একসঙ্গে রাষ্ট্রপতির নাম ঘোষণা করব। কিন্তু আগেভাগে বিরোধীরা অন্য প্রার্থী দেওয়ায় দ্রৌপদীর নাম ঘোষণা।’
(Source: abplive.com)
