‘আমার ছেলের মৃত্য়ু হলেও গর্ব করতাম’, হঠাৎ এতটা বিস্ফোরক কেন যুবরাজ সিংয়ের বাবা!

‘আমার ছেলের মৃত্য়ু হলেও গর্ব করতাম’, হঠাৎ এতটা বিস্ফোরক কেন যুবরাজ সিংয়ের বাবা!

Yuvraj Singh- যোগরাজ সিং এবার বললেন, যুবরাজ যদি ক্যান্সারে মারা যেত এবং ভারতের হয়ে বিশ্বকাপ জিতত, তবুও আমি ওকে নিয়ে গর্ব করতাম। আমি এখনও ওর জন্য গর্বিত।

News18

চণ্ডীগড়: তিনি মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে ফেলেন। এমনকী মাঝেমধ্যে বিস্ফোরক কিছু দাবিও করেন। তবে এর আগে এতটা চাঞ্চল্যকর মন্তব্য নিজের ছেলেকে নিয়ে তিনি অন্তত করেননি।

যোগরাজ সিং এবার বললেন, যুবরাজ যদি ক্যান্সারে মারা যেত এবং ভারতের হয়ে বিশ্বকাপ জিতত, তবুও আমি ওকে নিয়ে গর্ব করতাম। আমি এখনও ওর জন্য গর্বিত। আমি ফোনে ওকে বলেছি, তুই রক্তবমি করলেও খেলবি। চিন্তা করিস না, তোর কিছু হবে না। শুধু এই বিশ্বকাপটা ভারতের জন্য জিতে আসতে হবে তোকে।’

যুবরাজ সিংকে নিয়ে এক সাক্ষাৎকারে এতটাই আবেগঘন হয়ে পড়েন যোগরাজ। ২০১১ বিশ্বকাপ ছিল যুবরাজের জীবনের অন্যতম সেরা মুহূর্ত। সেই সময় মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েও ভারতের জার্সি গায়ে বিশ্বকাপ খেলতে নেমে পড়েছিলেন তিনি। শুধু চাই নয়, ভারত যে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছিল, তাতে তাঁর অবদান ছিল অনেকটাই।

পরে জানা যায়, বিশ্বকাপ চলাকালীন অসুস্থতার কারণে শারীরিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন যুবরাজ। তবুও মাঠে নিজের একশো শতাংশ দিয়ে দেশকে বিশ্বকাপ জেতাতে লড়াই করেছিলেন তিনি।

ওই বিশ্বকাপের গ্রুপ পর্বে চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যুবরাজ অসুস্থ থাকা সত্ত্বেও অসাধারণ সেঞ্চুরি করেন। ২০১১ বিশ্বকাপের পরই যুবরাজ ক্যান্সারে আক্রান্ত বলে জানা যায়। তিনি চিকিৎসা করাতে বিদেশে যান। এর পর সুস্থ হয়ে ফের ক্রিকেটে ফেরেন। ২০১৭ সালে দেশের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেন।