বিশ্ব সঙ্গীত দিবসে শুনুন পাঁচ জন শিল্পীর ননস্টপ গান, উদ্যোগ নিল এসভিএফ মিউজিক

বিশ্ব সঙ্গীত দিবসে শুনুন পাঁচ জন শিল্পীর ননস্টপ গান, উদ্যোগ নিল এসভিএফ মিউজিক

News

oi-Moumita Bhattacharyya

‌২১ জুন, মঙ্গলবার বিশ্ব সঙ্গীত দিবস। বিশেষ এই দিনে এসভিএফ মিউজিকের সঙ্গে হাত মিলিয়ে অরিপ্লাস্ট অরিজিনালস নিয়ে এল মুসি-ফিউশন। যেখানে প্রতিনিধিত্ব করবেন দেবায়ন, মৈনাক, ঋষি, রণজয় এবং প্রজ্ঞা শীল শর্মার মতো প্রতিভাবান সঙ্গীতশিল্পীরা।

একদিকে যেমন দেবায়ন তাঁর ‘‌আমাকে নাও’‌ গান দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন, অন্যদিকে রণজয় ভট্টাচার্যের মন কেমনের জন্মদিন বর্তমান প্রজন্মের কাছে এক অন্য মাত্রা পেয়েছে। এছাড়াও ইউটিউবে ঋষি পাণ্ডা ও প্রজ্ঞা শীল শর্মাও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। যার মধ্যে রয়েছে ‘‌আমি আসবে ফিরে’‌ এবং ‘‌বোকা পাহাড়’‌। সেই গানগুলিই বিশ্ব সঙ্গীত দিবসে আপনাদের কাছে তুলে ধরবেন তাঁরা। এছাড়াও থাকছে সঙ্গীত পরিচালক মৈনাক মজুমদারের জনপ্রিয় দুটি গান ‘‌বেহায়া’‌, ‘‌ভুল করেছে ভুল’‌।

প্রজ্ঞা শীল শর্মা সঙ্গীত দিবসের দিন বলেন, ‘‌সঙ্গীত এমন কিছু যা আমাকে সংজ্ঞায়িত করে। যা ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ বলে মনে করতাম। এটি নিরাময় করার ক্ষমতা রাখে এবং সীমানা ছাড়িয়ে মানুষের সাথে সংযোগ স্থাপন করে। ওরি-প্লাস্ট আয়োজিত ওরি-প্লাস্ট মুসি-ফিউশন এই উপলক্ষে উদযাপনের জন্য একটি দুর্দান্ত উদ্যোগ নিয়েছে।’‌

দেবায়ন বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বলেন, ‘‌আমি যখন প্রথম এসভিএফ মিউজিকের অরি-প্লাস্টের মুসি-ফিউশনের বিষয়ে শুনি আমার তখন দারুণ লেগেছিল। সঙ্গীতের প্রতি আমাদের ভালবাসা উদযাপন করা ও আসন্ন প্রতিভাবে উৎসাহিত করার এটি একটি দুর্দান্ত উপায়।’‌ এই মুসি-ফিউশনের অন্যান্য শিল্পীরাও এসভিএফের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯-এ প্রথম এসভিএফের তরফে নিয়ে আসা হয় নতুন ঘরানার ইউটিউব শো ‘অরিপ্লাস্ট অরিজিনালস’। সে বছরই ১৯ জুলাই প্রথম ‘অরিপ্লাস্ট অরিজিনালস’-এর প্রথম এপিসোড সম্প্রচারিত হয়। এসভিএফ মিউজিক ইউটিউব পেজেই দেখা যাবে অরিপ্লাস্টের এই এপিসোড।

'‌ডন থ্রি’‌–তে ফের দেখা যাবে শাহরুখকে‌, চিত্রনাট্য লেখার কাজ শুরু করলেন ফারহান আখতার‘‌ডন থ্রি’‌–তে ফের দেখা যাবে শাহরুখকে‌, চিত্রনাট্য লেখার কাজ শুরু করলেন ফারহান আখতার

(Source: oneindia.com)