
Tourist death: প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে উত্তর গোয়া এবং হিমাচলের ঘটনা তিনটি ঘটেছে।
প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে উত্তর গোয়া এবং হিমাচলের ঘটনা তিনটি ঘটেছে।
প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাতে। হিমাচলের কুলু এবং কাঙ্গরা জেলায় দুটি দুর্ঘটনা ঘটে। দুই পর্যটকের মৃত্যু হয় ওই দুর্ঘটনায়।
হিমাচলের দুটি ঘটনায় মৃত পর্যটকেরা গুজরাত এবং তামিলনাড়ুর বাসিন্দা, এমনটাই জানা গিয়েছে হিমাচল পুলিশ সূত্রে।
প্রথম ঘটনায় ভাওসর খুশি নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পাইলটও আহত হয়েছেন। তাঁকে তন্ডা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হিমাচলের কুলুতে শনি অন্য একটি দুর্ঘটনায় ২৮ বছর বয়সি তামিলনাড়ুর পর্যটকের মৃত্যু হয়েছে, নাম জয়স রাম। সেখানেও গুরুতর আহত হন পাইলট।
এই দুটি ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ (অবহেলার জেরে অন্যকে বিপদে ফেলা) এবং ১০৬ (অবহেলার জেরে কারও মৃত্যু) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
(Feed Source: news18.com)
