![হরিয়ানায় পথ দুর্ঘটনায় মৃত অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকেরের দিদা ও মামা হরিয়ানায় পথ দুর্ঘটনায় মৃত অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকেরের দিদা ও মামা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/19/cd86fc8a7741e8977ce43c3d013c970f1737278203849206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200)
মহেন্দ্রনগর: রবিবারের সকালে দুঃসংবাদ এল প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) জোড়া পদকজয়ী মনু ভাকেরের (Manu Bhaker) পরিবারে। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন মনুর ঠাকুমা ও মামা। সকাল ৯ নাগাদ পথ দুর্ঘটনা হয় মহেন্দ্রগড় বাইপাস রোডে একটু স্কুটির সঙ্গে ধাক্কা লাগে মারুতি ব্রেজার। স্কুটিটি চালাচ্ছিলেন মনুর মামা। ঘটনাস্থলেই তাঁর ও মনুর দিদা প্রাণ হারান। তড়িঘড়ি তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মারুতি গাড়ির চালক পালিয়ে গিয়েছেন। পুরো ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।
সূত্রের খবর, হরিয়ানার মহেন্দ্রনগরে চরখি দাদরিতে বাইপাসের সামনেই এদিন স্কুটি নিয়ে নিজের মা-কে নিয়ে যাচ্ছিলেন মনুর মামা। সেই সময়ই আচমকা মারুতি ব্রেজাটি এসে বেপোরোয়াভাবে ধাক্কা দেয়। মারুতিটি উল্টে গিয়েছে। কিন্তু চালককে খুঁজে পাওয়া যায়নি। গত বছর প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের।
প্যারিস অলিম্পিক্স কমিটির তরফে জানানো হয়েছে যে, সমস্ত নিম্নমানের পদক ফেরত নিয়ে নতুন পদক দেওয়া হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে বলে খবর। মনি ডে প্যারিস নামের এক সংস্থা অলিম্পিক্সের পদকগুলি বানিয়েছে। সেই সংস্থার সঙ্গে যৌথভাবে পদক ফেরানোর কাজ শুরু করেছেন অলিম্পিক্স কমিটি। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই পুরনো পদক ফিরিয়ে নতুন করে পদক দেওয়ার জন্য আবেদন করতে পারবেন অ্যাথলিটরা। বেনজির যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
অলিম্পিক্সের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীনই। প্রথম এ বিষয়ে জোরাল প্রশ্ন তোলেন মার্কিন অ্যাথলিট নাইজা হিউস্টন। তিনি দাবি করেন, যে পদক তিনি টুর্নামেন্টের শুরুতে জিতেছিলেন, সেটা অলিম্পিক্স শেষ হওয়ার আগেই ফিকে হয়ে গিয়েছে। খারাপ হতে শুরু করেছে পদকের গুণমান। প্যারিস অলিম্পিক্সে যে পদক দেওয়া হয়েছিল, তার ধাতুতে মেশানো হয় বিখ্যাত আইফেল টাওয়ারের অংশ। আইফেল টাওয়ারের প্রতিকৃতিও রাখা হয় পদকের ঠিক মাঝখানে। প্যারিসের স্মৃতিতে। কিন্তু সেই পদকের মান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন।
২০২৪ সালের শেষে ডেকান হেরাল্ডের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মনুর সম্পত্তির পরিমান এই মুহূর্তে প্রায় ১২ কোটির মত। প্যারিস অলিম্পিক্সের পর একাধিল বিজ্ঞাপনে দেখা গিয়েছে মনুর মুখ। ব্র্যান্ড এনডোর্সমেন্ট করছেন। নাথিং ইন্ডিয়া ও পারফরম্যাক্সের মত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন এই তরুণী শ্যুটার। এক সংস্থার তথ্য অনুযায়ী ভারতে একজন মহিলা অ্যাথলিট বিজ্ঞাপন প্রতি ৮-১০ লক্ষ টাকা করে পেয়ে থাকেন। সেখানে মনু নেন ১.৫০ কোটি টাকা।
(Feed Source: abplive.com)