বিয়ে সারলেন নীরজ চোপড়া! একেবারে চুপি-চুপি সাতপাকে বাঁধা পড়লেন, পাত্রী কে?

বিয়ে সারলেন নীরজ চোপড়া! একেবারে চুপি-চুপি সাতপাকে বাঁধা পড়লেন, পাত্রী কে?

কাউকে ঘুণাক্ষরেও কিছু টের পেতে দেননি। একেবারে চুপিচুপি বিয়ে সারলেন নীরজ চোপড়া। বিয়ের পরে রবিবার রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ লেখেন, ‘নিজের পরিবারের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করলাম। আমাদের একসূত্রে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ। চিরকালের সঙ্গে বন্ধনে যুক্ত হলাম। নীরজ লাভ হিমানি।’ ‘লাভ’-টা ইমোজি হিসেবে দেন নীরজ। যিনি প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছেন। টোকিয়োয় সোনার পরে ইতিহাস গড়ে প্যারিসে রুপোও জেতেন। তার কয়েক মাস পরেই সাতপাকে বাঁধা পড়লেন নীরজ।

আর তাঁর বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। সেইসঙ্গে যেভাবে চুপিচুপি বিয়ে সেরেছেন, সেজন্যও অনেকে মুগ্ধ হয়েছেন। তেমনই এক নেটিজেন বলেন, ‘যতক্ষণ না চিরকালের বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ সম্পর্কের কথা ব্যক্তিগত রাখার উপযুক্ত উদাহরণ। নীরজ এবং হিমানিকে শুভেচ্ছা।’

অপর এক নেটিজেন বলেন. ‘বরবেশে দুর্দান্ত লাগছে নীরজ চোপড়াকে। জীবনের এই নয়া অধ্যায় যাতে ভালোবাসা, আনন্দে ভরে যায়, সেই কামনা করছি। অভিনন্দন চ্যাম্পিয়ন।’

(Feed Source: hindustantimes.com)