মহাকুম্ভে স্নান করতে এসে সন্ধান মিলছে না শাশুড়ি মা-কে, হাপুস নয়নে কাঁদছেন পুত্রবধূ! তারপর… হতবাক নেটিজেনরাও

মহাকুম্ভে স্নান করতে এসে সন্ধান মিলছে না শাশুড়ি মা-কে, হাপুস নয়নে কাঁদছেন পুত্রবধূ! তারপর… হতবাক নেটিজেনরাও

Kumbh Mela Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে এক মহিলাকে কাঁদতে দেখা যাচ্ছে। সকলেই তাঁর কান্নার কারণ জানতে চাইছিলেন। তখন কান্নায় ভেঙে পড়া ওই মহিলা জানালেন যে, তাঁর শাশুড়ি মা-কে খুঁজে পাওয়া যাচ্ছে না।

হাপুস নয়নে কাঁদছেন পুত্রবধূ (Photo: Instagram)

প্রয়াগরাজ: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে রয়েছে মহাকুম্ভ। আর সেই সংক্রান্ত ছবি কিংবা ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিও মজাদার, তো আবার কয়েকটি ভিডিও আবেগঘন। তবে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে এক মহিলাকে কাঁদতে দেখা যাচ্ছে। সকলেই তাঁর কান্নার কারণ জানতে চাইছিলেন। তখন কান্নায় ভেঙে পড়া ওই মহিলা জানালেন যে, তাঁর শাশুড়ি মা-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাঁর সেই হাপুস নয়নে কাঁদার ভিডিও-ই হু-হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আজকালকার যুগে শাশুড়ি মা আর বৌমার সম্পর্ক নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের মিম এবং কন্টেন্ট পোস্ট করা হয়। আর সেখানে শাশুড়ি মা নিখোঁজ হওয়ার কষ্টে কাঁদছেন এক মহিলা। স্বাভাবিক ভাবেই এটা নিয়ে জোর চর্চা হচ্ছে।

ভাইরাল ওই ভিডিও-য় দেখা যাচ্ছে, কান্নায় ভেঙে পড়া ওই বধূকে প্রশ্ন করতে দেখা যায় অন্য এক মহিলাকে। তিনি জানতে চান, ঠিক কী হয়েছে। আপনি কাঁদছেন কেন। জবাবে তিনি বলেন যে, শাশুড়ি মায়ের সঙ্গে কুম্ভে স্নান করতে এসেছিলেন। কিন্তু এখন আর শাশুড়ি মায়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে এখন সকলেই ওই বধূকে সান্ত্বনা দিচ্ছেন। সকলেই ভয় না পেয়ে পুলিশের কাছে গিয়ে নিখোঁজ বিভাগের ঘোষণা করানোর পরামর্শ দিচ্ছেন ওই বধূকে। তাহলেই পুলিশ তাঁর শাশুড়ি মাকে খুঁজে এনে দেবেন।

শাশুড়ি মাকে না পেয়ে পুত্রবধূর এই কান্নাকাটির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, মহাকুম্ভ থেকে এক আবেগঘন দৃশ্য। শাশুড়ি মায়ের জন্য কাঁদছেন পুত্রবধূ। ইতিমধ্যেই ২ লক্ষ ৩৩ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটিকে পছন্দ করেছেন। যেখানে ৫৬ হাজারেরও বেশি মানুষ তা শেয়ার করেছেন।

ভাইরাল ভিডিও-র তলায় মন্তব্য করেছেন প্রচুর মানুষ। এক ব্যবহারকারী মন্তব্য করেন যে, “আমরা গ্রামে থাকি। আমরা এখনও আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলিনি। এই বোন সেটাই প্রমাণ করে দিলেন।” আবার অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “ওই মহিলার অশ্রুই প্রমাণ করে দিচ্ছে যে, শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি মা নন, বরং একজন মা-কে পেয়েছেন তিনি।” আর এক নেটিজেনের মন্তব্য, “আজকালকার দিনে পুত্রবধূ শ্বশুরবাড়িতে আসছে আর শাশুড়ি মা কিংবা ননদের থেকে দূরত্ব তৈরি করে দেন। এঁরা সকলকেই দূরে রাখতে চান। শুধু স্বামী-আর স্ত্রীই থাকবেন বলে মনে করেন। তবে ভিডিও-র এই মহিলার মতো পুত্রবধূ মাত্র ২ শতাংশই পাওয়া যায়। আর এঁদের কারণেই ধর্মীয় মূল্যবোধ বেঁচে থাকছে।”