‘‌জলদি আও বাবু ইয়ার, মন হো রাহা হ্যায়’‌, মহিলা আইনজীবীকে মেসেজ উবার চালকের

‘‌জলদি আও বাবু ইয়ার, মন হো রাহা হ্যায়’‌, মহিলা আইনজীবীকে মেসেজ উবার চালকের

এক উবার চালক এসে দাঁড়িয়ে আছেন। যে যাত্রী সেটি বুক করেছিলেন তিনি তখনও আসেননি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই উবার চালক যাত্রীকে একটি টেকস্ট মেসেজ করেন। কিন্তু সেই মেসেজটি ‘‌অনুপযুক্ত’‌ ছিল যাত্রীর কাছে। তাই তিনি সরাসরি নালিশ ঠুকে দেন। আর সেই নালিশের জেরে উবার চালকের চাকরি খোয়া যায় বলে খবর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর আলোড়ন পড়ে গিয়েছে। কী এমন মেসেজ করা হল?‌ যার জেরে নালিশ করতে হল?‌ যাত্রী একজন মহিলা। তিনি ওই উবার চালকের মেসেজ লিঙ্কেডিনে পোস্ট করেন। তাতে আরও শোরগোল পড়ে গিয়েছে। যা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এদিকে ওই মহিলা পেশায় একজন আইনজীবী। নয়াদিল্লির নাগরিক তানিয়া শর্মা উবার বুক করেছিলেন তাড়াতাড়ি আদালতে যাওয়ার জন্য। কিন্তু ওই উবার চালক সংশ্লিষ্ট লোকেশনে এসে দেখেন যাত্রী তখনও আসেননি। তাই একটি টেকস্ট মেসেজ করেন। যার মধ্যে অশ্লীলতা রয়েছে। সেটিই এখন সোশ্যাল মিডিয়ায় চাউর করে দিয়েছেন ওই আইনজীবী তানিয়া শর্মা। কারণ ওই মেসেজের স্ক্রিনশট তুলে তা সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন। তখনই সকলে জানতে পারেন একজন উবার চালকের নোংরা মানসিকতা।

অন্যদিকে ওই আইনজীবী তানিয়া শর্মা উবার সংস্থাকে চালকের পাঠানো মেসেজের স্ক্রিনশট পাঠিয়ে নালিশ করেন। যার পর হইহই কাণ্ড শুরু হয়ে গিয়েছে। কারণ ওই উবার চালক যুবতী আইনজীবী তানিয়া শর্মাকে টেকস্ট মেসেজে লেখেন, ‘‌জলদি আও বাবু ইয়ার, মন হো রাহা হ্যায়।’‌ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‌তাড়াতাড়ি এসো বাবু, আমি মেজাজে আছি।’‌ রাজধানীর বুকে এমন ঘটনা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে জানান যুবতী আইনজীবী। তানিয়া শর্মা লেখেন, ‘‌আমরা এখন একুশ শতকে বসবাস করছি আর বিষয়টি হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক এবং আঘাতের সমান যে, একজন উবার চালক প্রকাশ্য দিবালোকে নাগরিককে হেনস্থা করছে।’‌

এছাড়া ওই আইনজীবী নালিশ করার পর উবার সংস্থা তাঁকে জানিয়ে দেয় যে, সংশ্লিষ্ট চালককে সরিয়ে দেওয়া হয়েছে। তবে উবার সংস্থাকেও কিছু কড়া কথা শুনতে হয় ওই আইনজীবীর কাছ থেকে। আইনজীবী তানিয়া শর্মা লেখেন, ‘‌উবার বুক করার পাঁচ মিনিটের মধ্যে এই ‘‌অনুপযুক্ত’‌ টেকস্ট মেসেজ আমায় করা হয়। ওই চালক এমন মেসেজ করার জেরে আমি ওই বুকিং বাতিল করে দিই। আর নালিশ করে দিই স্ক্রিনশট পাঠিয়ে। তখন আমাকে একটা সহানুভূতিশীল মেসেজ পাঠানো হয়। তারপর তদন্ত করে ওই চালককে স্থায়ীভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। এমন নারী নিরাপত্তা আপনারা দেন?‌ অন্য কোনও মহিলার সঙ্গে এমন হলে কী করতেন?‌’‌

(Feed Source: hindustantimes.com)