Ind vs Eng T20: জয়ের মাখন দৌড়ে ফুলস্টপ, রাজকোটে লড়বড়ে ভারতীয় ব্যাটিং, সিরিজ ২-১ করল ইংল্যান্ড

Ind vs Eng T20: জয়ের মাখন দৌড়ে ফুলস্টপ, রাজকোটে লড়বড়ে ভারতীয় ব্যাটিং, সিরিজ ২-১ করল ইংল্যান্ড

Ind vs Eng T20: ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়, বাটলারের ছেলেরা জিতল ২৬ রানে

Ind vs Eng T20: রাজকোটে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ফের একবার হারে ফিরল ভারত৷ প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে পরপর জয়ের পর দুম করে ফসকে গেল পা৷ রাজকোটে ইংল্যান্ডের কাছে হতশ্রী হারের পর সিরিজ হল ২-১৷ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড জিতল ২৬ রানে৷

এদিনের ম্যাচে ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান করে ইংল্যান্ড৷

প্রাক্তন কেকেআর ওপেনার ফিল সল্ট এদিন ফ্লপ৷ তিনি ৫ রানে হার্দিক পান্ডিয়ার শিকার৷ তবে বেন ডাকেট ও জস বাটলার জুটি এরপর দারুণ ব্যাটিং করেন৷ ২৮ বলে ৫১ রান করে আউট হন৷ ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন৷ ২৪ করেন বাটলার৷

হ্যারি ব্রুক ৮ রানে আউট হয়ে যান৷ ধামাকা ক্রিকেট খেলে ২৪ বলে ৪৩ রান করেন লিয়াম লিভিংস্টোন৷ এছাড়া পরের ক্রিকেটাররা সেভাবে কিছুই করতে পারেননি৷ শেষবেলায় আদিল রশিদ ও মার্ক উড ১০ করে রান করেন৷

ভারতের হয়ে সফলতম বোলার বরুণ চক্রবর্তী৷ ৫ উইকেট নেন তিনি৷ হার্দিক পান্ডিয়া ২ উইকেট তুলে নেন৷ ১ টি করে উইকেট নেন রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট নেন৷

কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় ১৭১ রান তাড়া করতে নেমে শুরু থেকে নড়বড়ে ছিল ভারতের ইনিংস৷ অভিষেক শর্মা ১৪ বলে ২৪ করে আউট হন৷ অধিনায়ক সূর্যকুমার যাদবের অবদান ৭ বলে ১৪৷

১৪ বলে ১৮ রান তিলক ভর্মার৷ দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪০ রান হার্দিক পান্ডিয়ার৷ এরপর ব্যাটিং অর্ডারে অক্ষর প্যাটেল ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেনি৷ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে মেন ইন ব্লু৷ ইংল্যান্ডের হয়ে জেমি এভারটন ৩ উইকেট, জোফ্রা আর্চার, বাইড্রন ২ টি করে উইকেট নেন৷

ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল চমৎকার পারফরম্যান্স করছে৷ ইডেন গার্ডেন্সে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৪৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছিল ভারত৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে ম্যাচ জেতে৷