
Technology News: এআই-এর খবর মধ্যেই ব্যবহারকারীরা একটি শব্দের সঙ্গে পরিচিত হচ্ছেন। আর সেটা হল DeepSeek। আসলে DeepSeek R1…আরও পড়ুন
যদি কেউ এক্স তথা ট্যুইটারে প্রবেশ করেন, তাহলে তিনি দেখতে পাবেন যে, সকলের মধ্যেই এআই নিয়ে আলাপ-আলোচনা চলছে। আর এআই-এর খবর মধ্যেই ব্যবহারকারীরা একটি শব্দের সঙ্গে পরিচিত হচ্ছেন। আর সেটা হল DeepSeek। আসলে DeepSeek R1 শব্দটির সঙ্গে পরিচয় ঘটছে। গত সপ্তাহ থেকে এই এআই সিস্টেম পাওয়া যাচ্ছে। তবে এটি এআই-এর দুনিয়ায় রীতিমতো ঝড় তুলে গিয়েছে। এর নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তাহলে জেনে নেওয়া যাক DeepSeek R1 কী? আর এ নিয়ে কথা হচ্ছে কেন?
এই প্রশ্নের প্রথম ভাগের জবাব দেওয়া সহজ। DeepSeek আসলে হ্যাংঝৌয়ের একটি এআই রিসার্চ ল্যাব। আর R1 হল এর লেটেস্ট এআই মডেল। লিয়াং ওয়েনফেঙ্গ নামে এক ইঞ্জিনিয়ার এবং উদ্যোগপতি এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। DeepSeek-এ লিয়াংয়ের টিমের বেশিরভাগ সদস্যই সিংঘুয়া এবং পেকিং বিশ্ববিদ্যালয়ের মতো সেরা চিনা বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক পড়ুয়া।
এবার আসা যাক DeepSeek R1 প্রসঙ্গে। এই প্রসঙ্গে কথা বলছেন মাইক্রোসফট সিইও সত্য নদেল্লাও।
DeepSeek R1 কী?
DeepSeek-এর দুটি বর্তমান মডেল রয়েছে: R1 এবং R1 Zero। আপাতত R1 মডেলটিই পাবেন ব্যবহারকারীরা। যদিও এই দুই এআই মডেলের পার্থক্য স্পষ্ট নয়। R1 মডেলটি হল জেনারেল-পারপাস এআই সিস্টেম। R1 Zero-এ শুধুমাত্র Reinforcement Learning ব্যবহার করা হয়। DeepSeek R1 হল একটি এআই মডেল। যা তৈরি করেছে একটি চিনা সংস্থা।
DeepSeek R1 হল ফ্রি এবং তা সম্ভবত আনলিমিটেড:
DeepSeek পাওয়া যাবে বিনামূল্যে। আর সেদিক থেকে দেখতে গেলে এটাই হল প্রথম দারুণ উন্নত এআই সিস্টেম, যা ফ্রি-তে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। OpenAI o1 এবং Claude Sonnet-এর মতো অন্যান্য সিস্টেমগুলির ক্ষেত্রে পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে। আবার সাবস্ক্রিপশন নিলেও ব্যবহারের একটা নির্দিষ্ট লিমিট থাকে। Google Gemini-ও ফ্রি-তেই পাওয়া যায়। তবে এরও ব্যবহারের সীমা নির্ধারিত থাকে। কিন্তু DeepSeek-এর ক্ষেত্রে কোনও লিমিট থাকে না। আর এটা সম্পূর্ণ রূপেই ফ্রি।
DeepSeek R1 অত্যন্ত সাশ্রয়ী:
DeepSeek ফ্রি, কারণ এর ক্ষেত্রে কিছু প্রধান প্রযুক্তির অগ্রগতি ঘটেছে। আর DeepSeek R1-এর সবথেকে বড় সেলিং পয়েন্ট হল কস্ট-এফিশিয়েন্সি। আর দাম যেহেতু কম, তাই R1 ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে। DeepSeek আসলে এআই সিস্টেমের দাম কমিয়ে আনছে। এটি চালানোর জন্য কম্পিউটিং অথবা গ্যাজিলিয়ন গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না।
DeepSeek R1 ওপেন সোর্স:
DeepSeek R1 হল ওপেন সোর্স। যা DeepSeek R1 অথবা Google সিস্টেমসের মতো নয়। যা গ্রাহকদের বোঝাচ্ছে যে, OpenAI অথবা Anthropic সিস্টেমসের অ্যাক্সেস পাওয়ার জন্য তাঁদের হাজার হাজার ডলার খরচ করতে হবে না। পরিবর্তে তাঁরা শুধুমাত্র ওপেন-সোর্স মডেল নিতে পারেন। এরপর নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন।
DeepSeek R1-এর ব্যবহার উপভোগ্য:
DeepSeek R1 কীভাবে কাজ করে, তা নিয়ে সকলেই কথা বলছেন। R1-এর একটা ফিচার আছে, যা দেখায় যে, এআই মডেল কীভাবে ভাবনাচিন্তা করে। আর এর ব্যবহারও খুবই উপভোগ্য।
Keywords: DeepSeek R1 AI, What Is DeepSeek R1 AI, Features, Tech News
Original Link: https://www.indiatoday.in/technology/features/story/what-is-deepseek-r1-ai-and-why-is-everyone-talking-about-it-story-in-5-points-2670808-2025-01-27
Written by: Upasana