Wriddhiman Saha: ‘তোমার সবথেকে বড় সমর্থক আমি’, ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট ঋদ্ধিমানের স্ত্রীর

Wriddhiman Saha: ‘তোমার সবথেকে বড় সমর্থক আমি’, ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট ঋদ্ধিমানের স্ত্রীর

কেরিয়ারের শেষ রঞ্জি ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে, তা নিয়ে নিশ্চয় মনখারাপ ছিল বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহার। সেই মনখারাপ দূর করতেই হৃদয় ছুঁয়ে যাওয়া এক ইনস্টাগ্রাম পোস্ট করলেন ঋদ্ধি-জায়া রোমি সাহা। সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট ঋদ্ধিমানের স্ত্রীর। ছবি- সমাজ মাধ্যম

কলকাতা: কেরিয়ারের শেষ রঞ্জি ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে, তা নিয়ে নিশ্চয় মনখারাপ ছিল বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহার। সেই মনখারাপ দূর করতেই হৃদয় ছুঁয়ে যাওয়া এক ইনস্টাগ্রাম পোস্ট করলেন ঋদ্ধি-জায়া রোমি সাহা। সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামের ওই দীর্ঘ পোস্টে রোমি ঋদ্ধিমানকে উদ্দেশে লেখেন, “২০১২ থেকে বিভিন্ন স্টেডিয়ামে তোমার খেলা দেখেছি। একই গর্ব অনুভব হয়।”তাঁর কথায় ফুটে ওঠে ঋদ্ধিমানের খেলার প্রতি একাগ্রতা, মনোযোগ এবং ক্রিকেটের প্রতি ভালবাসা। তিনি লেখেন, “তোমার ক্রিকেটের প্রতি ভালবাসা আমাকে মুগ্ধ করে এবং প্রতি সময় আমাকে উৎসাহ দেয়।”

আবেগঘন এই পোস্টে ঋদ্ধি পত্নী এরপরে লেখেন, “তোমার পাশে এখন এবং আজীবন আছি। আমি তোমার সবথেকে বড় সমর্থক। সময় বয়ে গেলেও ভালবাসা, আবেগ এবং ক্রিকেটের প্রতি প্রেম তোমার চিরকালীন থাকবে।”